সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:২৫, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি

editorbd
প্রকাশিত ডিসেম্বর ২, ২০২৪
সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপের প্রতিশ্রুতি

কানাডা অফিস:

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রতিশ্রুতি দিয়েছেন যে, কানাডা-যুক্তরাষ্ট্রের দীর্ঘ অনিরাপদ সীমান্তে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হবে। এক শীর্ষ কানাডীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

শুক্রবার ফ্লোরিডায় ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অংশ নিতে গিয়েছিলেন ট্রুডো। সেখানে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে, যদি কানাডা অভিবাসী ও মাদক সীমান্ত পাড়ি দেওয়া বন্ধ করতে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে কানাডীয় আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে।

কানাডার মোট রফতানির ৭৫ শতাংশই যুক্তরাষ্ট্রে যায়। শুল্ক আরোপিত হলে কানাডার অর্থনীতিতে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

কানাডার জননিরাপত্তা মন্ত্রী ডমিনিক লেব্ল্যাংক ট্রুডো ও ট্রাম্পের সঙ্গে একই টেবিলে ছিলেন। তিনি জানান, দুই নেতা সীমান্ত নিরাপত্তা জোরদারে নতুন ব্যবস্থা নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, আমরা অতিরিক্ত ড্রোন ও পুলিশ হেলিকপ্টার সংগ্রহ, নতুন কর্মী মোতায়েনের পরিকল্পনা করছি … আমরা বিশ্বাস করি আমাদের সীমান্ত নিরাপদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।