সাউথ এশিয়া ডেস্ক:
ভারতের আসামে হোটেল, রেস্টুরেন্ট ও প্রকাশ্য স্থানে গরুর মাংস পরিবেশন ও খাওয়ার ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।এই সিদ্ধান্ত আসাম গরু সংরক্ষণ আইন, ২০২১-এর অধীনে বিধিনিষেধ বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে বিজেপি’র মুখ্যমন্ত্রী এই ঘোষণা দেন। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।
সংবাদ সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান আইনে নতুন বিধান সংযোজন করে গরুর মাংস খাওয়ার নিষেধাজ্ঞাকে আরও কঠোর করা হয়েছে।
আসামে গরুর মাংস খাওয়া বেআইনি নয়। কিন্তু আসাম গবাদিপশু সংরক্ষণ আইন ২০২১ অনুযায়ী, হিন্দু, জৈন ও শিখ সংখ্যাগরিষ্ঠ এলাকায় গরু জবাই ও গরুর মাংস বিক্রি নিষিদ্ধ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।