বর্ণবৈষম্যের অভিযোগ মার্কিন বিচার বিভাগের - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৩:৩২, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বর্ণবৈষম্যের অভিযোগ মার্কিন বিচার বিভাগের

editorbd
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৪
বর্ণবৈষম্যের অভিযোগ মার্কিন বিচার বিভাগের

যুক্তরাষ্ট্র অফিস:

যুক্তরাষ্ট্রের মেমফিস পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগ ও কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্যমূলক আচরণের অভিযোগ তুলেছে দেশটির বিচার বিভাগ। বুধবার (৪ ডিসেম্বর) প্রকাশিত এক তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই মন্তব্য করা হয়। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মেমফিস পুলিশের বিরুদ্ধে বেআইনিভাবে গাড়ি থামানো, তল্লাশি ও গ্রেফতারের প্রমাণ পাওয়া গেছে। এছাড়া, অনেক পুলিশ কর্মকর্তার দ্বারা আচরণগত স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তি ও শিশুরা বৈষম্যমূলক আচরণ, হিংস্র ও ভীতিপ্রদ কার্যকলাপের শিকার হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

২০২৩ সালের জুলাইয়ে কৃষ্ণাঙ্গ মোটরচালক টাইর নিকোলসের মৃত্যুতে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকা নিয়ে এই তদন্ত শুরু হয়।

মেমফিস পুলিশ বিভাগ এই তদন্ত প্রতিবেদন নিয়ে মন্তব্য করতে সিটি হলকে দায়িত্ব দিয়েছে। সিটি হলের একজন মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার এই বিষয়ে তারা এক সংবাদ সম্মেলনের আয়োজন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।