ডেস্ক রিপোর্ট:
ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তাই পায়নি আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। ফরম্যাট বদলানোর সঙ্গে সঙ্গে পাল্টে গেলো আইরিশদের চেহারা। বৃহস্পতিবার আগে ব্যাটিং করে আগের রেকর্ড ভেঙে নতুন করে ১৬৯ রান স্কোরবোর্ডে তুলেছে আয়ারল্যান্ড। কঠিন এই লক্ষ্যে শেষের দিকে খেই হারিয়ে ১২ রানে পরাজিত হয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটিতে মাঠে নামে বাংলাদেশ। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। কুড়ি ওভারের ক্রিকেটে আয়ারল্যান্ড ভালো দল। সেই ধারাবাহিকতায় বজায় রাখলো প্রথম ম্যাচে। বাংলাদশের বোলারদের খুব একটা পাত্তা না দিয়ে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৯ রান স্কোরবোর্ডে জমা করেছে।
১৭০ রানের কঠিন লক্ষ্যে খেলতে নেমে দারুণ শুরু পায় বাংলাদেশ। আইরিশ ফিল্ডারদের পিচ্ছিল হাতের সুযোগ নিয়ে ওপেনিং জুটিতে বাংলাদেশের মেয়েরা তুলে ফেলে ১০৩। ওপেনিং জুটিতে যা বাংলাদেশের নারী ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি। প্রথম পাওয়ার প্লেতেই বাংলাদেশ তোলে ৫৬ রান। ওপেনার দিলারা ছয়বার ক্যাচ তুলে বেঁচে যান। যদিও শেষ পর্যন্ত ৪৯ রানে থামতে হয় তাকে। দিলারার মতো জীবন না পেলেও বেশ কয়েকবাজ জীবন পান আরেক ওপেনার সোবহানা মোস্তারি। এই ব্যাটার ব্যক্তিগত ৪৬ রানে ফেরার পরই মূলত ওপেনিং জুটি ভাঙে।
ম্যাচের শুরু থেকেই আগ্রাসী ছিলেন মোস্তারি। ৩৫ বলে ৩ চার ও ২ ছক্কায় মোস্তারি খেলেছেন ৪৬ রানের ইনিংস। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৫ বলে ৪ চার রান করে আউট হন। স্কোরবোর্ডে আরও ১ রান যোগ হতে আউট হন দিলার। ৪১ বলে ২ চার ও ২ ছক্কায় নিজের ইনিংসটি সাজান দিলারা। মাত্র ৭ রানে টপ অর্ডার তিন ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।
চাপে পড়লেও ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। এরপর শারমিন আক্তার ও তাজ নাহার মিলে ২০ বলে ২৭ রানের ইনিংস খেলে দলকে চাপমুক্ত করার চেষ্টা করেন। ১৭তম ওভারের শেষ বলে তাজ ১৪ বলে ১৯ রান করে আউট হওয়ার পর ফের চাপে পড়ে যায় বাংলাদেশ। শেষ তিন ওভারে তাদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩ রান। ১৮তম ওভারে ১৫ রান নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণও নিতে পারে বাংলাদেশ। শেষ দুই ওভারে সমীকরণ দাঁড়ায় ১৮ রানের।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।