বাজার ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ দরকার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৩০, ১৪ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বাজার ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ দরকার

editorbd
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০২৪
বাজার ব্যবস্থাপনায় সঠিক পদক্ষেপ দরকার

সম্পাদকীয়:

অন্তর্বর্তী সরকারের নানা পদক্ষেপ সত্ত্বেও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সুফল মিলছে না। পরিস্থিতির উন্নতির বদলে অবনতিই হচ্ছে। সাধারণত শীতে শাকসবজিসহ প্রায় সব ধরনের নিত্যপণ্যের উৎপাদন বাড়ে। সরবরাহ পরিস্থিতিও থাকে স্বাভাবিক। ফলে পণ্যের দাম কমে। এতে খাদ্য মূল্যস্ফীতিও কমে যায়। কিন্তু এবার দেখা যাচ্ছে উলটো চিত্র। শীতের সবজির ভরা মৌসুমেও খাদ্য মূল্যস্ফীতির হার বেড়েছে। খাদ্যপণ্যের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় খাদ্য মূল্যস্ফীতির হারও ধারাবাহিকভাবে বেড়ে যাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো নভেম্বরের মূল্যস্ফীতি ও মজুরির যে হার প্রকাশ করেছে, তাতে দেখা যাচ্ছে, গত নভেম্বরে খাদ্য মূল্যস্ফীতির হার এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ ১৩ দশমিক ৮০ শতাংশে উঠেছে। শহরাঞ্চলে এ হার ১৪ দশমিক ৬৩ শতাংশ। এর বিপরীতে মজুরি বাড়ার হার একেবারেই কম। এ হার বেড়ে ৮ দশমিক ১০ শতাংশে উঠেছে। নভেম্বরে মূল্যস্ফীতি বেড়েছে দশমিক ৫১ শতাংশ। এর বিপরীতে মজুরি বেড়েছে দশমিক ০৩ শতাংশ। অর্থাৎ মজুরির চেয়ে মূল্যস্ফীতির হার অনেক বেশি, ৩ দশমিক ২৮ শতাংশ। এর অর্থ হলো, মানুষ জীবিকা নির্বাহের ক্ষেত্রে ওই পরিমাণ ঘাটতিতে রয়েছে, যা মেটাতে ঋণ করে সংসার চালাতে হচ্ছে।

খাদ্যপণ্যের দাম বাড়ার বিষয়ে সম্প্রতি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছেন, জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলন এবং সাম্প্রতিক সময়ে তিন দফা বন্যার কারণে খাদ্যের উৎপাদন কমেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরও একই আশা ব্যক্ত করেছেন। বলেছেন, আগে মূল্যস্ফীতির তথ্য গোপন করা হতো। এখন প্রকৃত তথ্য প্রকাশ করা হচ্ছে বিধায় এ হার বাড়ছে। তবে আগামী জুনের মধ্যে এ হার ৭ শতাংশের মধ্যে নেমে আসবে। যদিও সংশ্লিষ্টরা মনে করছেন, বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে বাজারে সরবরাহ পর্যাপ্ত থাকলেও দাম কমছে না। সরকারও এর সমাধান করতে পারছে না। ফলে পণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে।

চলমান পরিস্থিতি থেকে এটা স্পষ্ট, দেশের বাজারব্যবস্থায় এখনো সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা সম্ভব হয়নি। গ্রামে খাদ্যপণ্যের সবই উৎপাদন হয়; কিন্তু শহরের মতো সেখানেও মূল্যস্ফীতির হার বেশি। এর অর্থ হচ্ছে, বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের অনিয়ম রয়েছে। তাই হাত দিতে হবে আসল জায়গায়। সংশ্লিষ্টরাও বলছেন, নিত্যপণ্যের মূল্যে শৃঙ্খলা আনতে হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।