পোষা বিড়ালকে স্বামী বেশি ভালোবাসেন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৬:৫১, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

পোষা বিড়ালকে স্বামী বেশি ভালোবাসেন

editorbd
প্রকাশিত ডিসেম্বর ২৯, ২০২৪
পোষা বিড়ালকে স্বামী বেশি ভালোবাসেন

ডেস্ক রিপোর্ট:

স্ত্রীর চেয়ে পোষা বিড়ালকে স্বামী বেশি ভালোবাসেন- এ অভিযোগে আদালতে মামলা করেছেন ভারতীয় এক নারী।এমন তুচ্ছ বিষয়ে আদালতের সময় নষ্ট করায় ওই নারীকে তিরস্কার করেছেন বিচারক।

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুতে। যেখানে বিচারক বাদীর আবেদন দেখে রেগে যান এবং তুচ্ছ বিষয়টি আদালতে আনার জন্য নারীকে তিরস্কার করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, বেঙ্গালুরুর ওই নারী স্বামীর বিরুদ্ধে নিষ্ঠুরতার মামলা দায়ের করেছেন।এতে তিনি দাবি করেছেন, তার চেয়ে পোষা বিড়ালটির প্রতি স্বামী বেশি যত্নশীল এবং বিড়ালটিকে বেশি ভালোবাসেন।

শুনানিতে বিচারপতি এম নাগাপ্রসন তার পর্যবেক্ষণে বলেন, অভিযোগে নিষ্ঠুরতা বা হয়রানির কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। আবেদনে বলা হয়েছে যে, স্বামী আমার চেয়ে পোষা বিড়ালটির বেশি যত্ন নেন।

আবেদনে ওই নারী জানিয়েছেন, এ বিষয়ে তার স্বামীকে বুঝাতে গেলে দু’জনের মধ্যে ঝগড়া হয়।এরপর স্বামী আর তার সঙ্গে কথা বলেন না।

স্ত্রীর আরও অভিযোগ, বিড়ালটি তাকে বেশ কয়েকবার আক্রমণ করেছে এবং আঁচড় দিয়েছে, এরপরও স্বামী বিষয়টির গুরত্ব দেননি। বিড়ালটিকেও কিছু বলেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।