বিমান দুর্ঘটনার ব্ল্যাক বক্স পরীক্ষা করছে তদন্তকারীরা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪৫, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বিমান দুর্ঘটনার ব্ল্যাক বক্স পরীক্ষা করছে তদন্তকারীরা

editorbd
প্রকাশিত ডিসেম্বর ৩১, ২০২৪
বিমান দুর্ঘটনার ব্ল্যাক বক্স পরীক্ষা করছে তদন্তকারীরা

সাউথ এশিয়া ডেস্ক:

দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনার ব্ল্যাক বক্স পাওয়া গেছে। জেজু এয়ারলাইনের ওই ফ্লাইটের ব্ল্যাক বক্স দুটি এখন পরীক্ষা করে দেখছেন তদন্তকারীরা।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক প্রেস কনফারেন্সে এসব তথ্য জানিয়েছে জেজু এয়ার কর্তৃপক্ষ। ওই দুর্ঘটনায় বিমানের ১৮১ আরোহীর মধ্যে ১৭৯ জনেরই মৃত্যু হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ব্ল্যাক বক্স দুটি হলো ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার। তবে ফ্লাইট ডেটা রেকর্ডারের একটি গুরুত্বপূর্ণ সংযোগকারী অংশ অনুপস্থিত, যা থেকে উচ্চতা, গতিবেগ ইত্যাদি তথ্য সংগ্রহ করা হয়। এটি তথ্য বিশ্লেষণ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলবে।

তদন্তকারীরা ধ্বংসাবশেষ ঘেঁটে বিভিন্ন সূত্র খুঁজে বের করার চেষ্টা করছেন, তবে দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনও অজানা রয়ে গেছে।তবে দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিদের পরিবার জেজু এয়ারের বিরুদ্ধে সময়মতো তথ্য না দেওয়ার অভিযোগ তুলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।