সাউথ এশিয়া ডেস্ক:
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘প্রিয় বন্ধু এবং কমরেড’ বলে অভিহিত করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। রুশ নেতার কাছে নববর্ষের শুভেচ্ছাবার্তায় কিম তাদের ঘনিষ্ঠ দ্বিপাক্ষিক সম্পর্কের প্রশংসা করেছেন। এতে তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে পিয়ংইয়ং ও মস্কোর সম্পর্ক আরও গভীর হয়েছে।
রাষ্ট্র পরিচালিত কোরিয়ান সেন্ট্রাল নিউজ (কেসিএনএ) জানিয়েছে, কিম নিজের পক্ষ থেকে ভ্রাতৃপ্রতিম রাশিয়ান জনগণ এবং রাশিয়ান সেনাবাহিনীর সব কর্মীকে উত্তর কোরিয়ান জনগণ এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে চিঠি দিয়ে নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে।
ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ নিয়ে কিম চিঠিতে বলেছেন, ২০২৫ সালে রাশিয়ান সেনাবাহিনী এবং জনগণ নব্য-নাৎসিবাদকে পরাজিত করবে এবং একটি মহান বিজয় অর্জন করবে। সিউল এবং ওয়াশিংটন পিয়ংইয়ংকে ইউক্রেনের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়াকে সহায়তা করার জন্য কয়েক হাজার সেনা পাঠানোর অভিযোগ করেছে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।