গুজরাটে ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ২:০২, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

গুজরাটে ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

editorbd
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫
গুজরাটে ভারতীয় কোস্টগার্ডের হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

সাউথ এশিয়া রিপোর্ট:

ভারতের গুজরাটের পোরবন্দরে ভারতীয় কোস্টগার্ডের একটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) বিধ্বস্ত হয়ে তিনজন নিহত হয়েছেন। রবিবার (০৫ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাদ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বিধ্বস্ত হওয়া এএলএইচ ধ্রুব হেলিকপ্টারটি একটি খোলা মাঠে পড়ে আগুন ধরে যায়। এসময় হেলিকপ্টারে থাকা তিনজন ক্রু সদস্য ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে।

কোস্টগার্ড সূত্র জানায়, ধ্রুব হেলিকপ্টারটি একটি রুটিন অভিযানে ছিল। দুর্ঘটনাটি কোস্টগার্ডের এয়ার এনক্লেভ এলাকায় ঘটে। এ ঘটনায় কয়েকজন আহত হয়েছেন এবং তাদের স্থানীয় সিভিল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গত সেপ্টেম্বরে একই ধরনের একটি এএলএইচ এমকে-৩ হেলিকপ্টার পোরবন্দরের কাছে আরব সাগরে পড়ে যায়। ওই দুর্ঘটনায় তিনজন ক্রু নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনের মরদেহ উদ্ধার করা হলেও পাইলট রাকেশ কুমার রানার মরদেহ এক মাস পরে উদ্ধার হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।