কলকাতায় এইচএমপিভি আক্রান্ত এক শিশু - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:৪২, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

কলকাতায় এইচএমপিভি আক্রান্ত এক শিশু

editorbd
প্রকাশিত জানুয়ারি ৬, ২০২৫
কলকাতায় এইচএমপিভি আক্রান্ত এক শিশু

সাউথ এশিয়া ডেস্ক:

চীনে ছড়িয়ে পড়া এইচএমপিভি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেছে ভারতে। এর মধ্যে এবার পশ্চিমবঙ্গের কলকাতাতেও একজন আক্রান্ত বলে জানা গেছে। ফলে সোমবার পর্যন্ত ভারতে চার শিশু আক্রান্তের খবর পাওয়া গেলো।

কলকাতার আগে ভারতে তিন শিশুর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া যায়। তিন শিশুর মধ্যে ২ জন কর্নাটকের। আর একজন গুজরাটের।

এদিন সকালেই ওই তিনশিশুর এইচএমপি ভাইরাসে আক্রান্ত হওয়ার রিপোর্ট পজিটিভ আসে। ওই তিন শিশুর কারও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। কীভাবে তারা আক্রান্ত হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

এই পরিস্থিতিতে কলকাতায় এইচএমপি ভাইরাসে আক্রান্তের খোঁজ পাওয়া গেরো। সাড়ে ৫ মাসের এক শিশুর শরীরে এই ভাইরাসের হদিস পাওয়া গেছে। জানা গেছে, বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিল সে।

কলকাতায় বাড়ি হলেও কর্মসূত্রে ওই শিশুর পরিবার মুম্বাইয়ে থাকে। ওই শিশুর পরিবার নভেম্বরে মুম্বাই থেকে কলকাতায় আসে। ওই সময় শিশুটি অসুস্থ হয়ে পড়ে। পঞ্চসায়রের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আপাতত সে সুস্থ রয়েছে। তবে তার এইচএমপি ভাইরাসের রিপোর্ট পজিটিভ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।