সাউথ এশিয়া ডেস্ক:
ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ব্রাজিল সরকার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া আগে থেকেই ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। দেশটি উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি বৃদ্ধি এবং তথাকথিত ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থ রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।
২০২৫ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করা ব্রাজিল জানিয়েছে, জোটের সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। এই সম্প্রসারণ উদ্যোগটি ২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অনুমোদিত হয়েছিল।
ব্রাজিল আরও জানায়, ইন্দোনেশিয়ার আবেদন ২০২৩ সালেই অনুমোদিত হয়েছিল। তবে দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাবোও গত অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।
ব্রাজিল সরকারের বিবৃতিতে বলা হয়, ইন্দোনেশিয়া অন্যান্য সদস্যদের সঙ্গে গ্লোবাল সাউথে সহযোগিতা গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।