সাউথ এশিয়া ডেস্ক:
বিশ্বসেরার অবস্থান ধরে রেখেছে সিঙ্গাপুরের পাসপোর্ট। হেনলি পাসপোর্ট ইনডেক্স অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট ছোট্ট এই নগর-রাষ্ট্রের।
এর ফলস্বরূপ চলতি বছর বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৫টি দেশ ভ্রমণে ভিসামুক্ত সুবিধা পাবেন সিঙ্গাপুরের নাগরিকেরা।
নতুন তালিকা অনুযায়ী, বিশ্বের শীর্ষ ও সর্বনিম্ন মানের পাসপোর্টের মধ্যে ভ্রমণ স্বাধীনতার ফারাক এখন সর্বোচ্চ। রাজনৈতিক অস্থিতিশীলতা এবং পরিবেশগত বিপর্যয় এ বৈষম্য আরও বাড়াচ্ছে।
হেনলি পাসপোর্ট ইনডেক্স এবং আর্টন ক্যাপিটালের মতো সংস্থাগুলো বিভিন্ন দেশের ভ্রমণ নীতি ও সরকারি তথ্যের ওপর ভিত্তি করে এ তালিকা তৈরি করে।
তালিকায় বাংলাদেশের পাসপোর্টের মান তলানিতে ঠেকেছে, লিবিয়া ও ফিলিস্তিনের সঙ্গে ১০০তম অবস্থানে এসেছে বাংলাদেশ। এ অবস্থানে থেকে মাত্র ৪০টি দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন বাংলাদেশের পাসপোর্টধারীরা। এর আগের তালিকায় ৯৭ নম্বরে ছিল বাংলাদেশ।
এবার তালিকায় বাংলাদেশের চেয়েও দুর্বল পাসপোর্ট রয়েছে মাত্র সাত দেশের। এই দেশগুলো হলো- নেপাল, সোমালিয়া, পাকিস্তান, ইয়েমেন, ইরাক, সিরিয়া এবং সবার শেষে রয়েছে আফগানিস্তান।
তালিকার সবশেষ ১০৬ নম্বর অবস্থানে থাকা আফগানিস্তানের পাসপোর্ট ব্যবহার করে বিশ্বের মাত্র ২৬ দেশে ভিসা ছাড়া প্রবেশ করা সম্ভব হবে।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।