নতুন গন্তব্যে হামজা – BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ২:৫৭, ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ


 

নতুন গন্তব্যে হামজা

editorbd
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২৫
নতুন গন্তব্যে হামজা

Manual3 Ad Code

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের জাতীয় দলের জার্সি চড়ানোর আগে লেস্টার সিটির থাকছেন না হামজা চৌধুরীর। শীতকালীন দলবদলের বাজারে নতুন গন্তব্যে যাচ্ছেন তিনি।

হামজাকে দলে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেড।

Manual4 Ad Code

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলে খেলা এই ২৭ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডারকে নিয়ে সংবাদ মাধ্যম দাবি করেছে, শেফিল্ডে হামজাকে ধারে খেলাবে শেফিল্ড। জানুয়ারির দলবদলে তাকে নিতে পারে দল।

অবশ্য লেস্টারের হয়ে এই মৌসুমে সব মিলিয়ে ছয় ম্যাচ খেলানোয় মনে মনে বেশ দগ্ধ হামজা। এ কারণে শেফিল্ড ধারে খেলাতে চাইলেও স্থায়ীভাবে চুক্তি করতে চান তিনি।

Manual4 Ad Code

হামজা ২০১৫ সাল থেকে লেস্টারের সঙ্গে আছেন। তবে প্রথম দুই মৌসুমে তিনি ধারে ব্রাইটন হোভ আলবিয়নে খেলেছেন। পরের দুই মৌসুমে লেস্টারে যথাক্রমে ৯ ও ১২টি করে ম্যাচ পান।

Manual8 Ad Code

২০১৯-২০ মৌসুমে সেরা সময় কাটান। ওই মৌসুমে ২৯ ম্যাচে লেস্টারের জার্সিতে মাঠে নামার সুযোগ পান। পরের মৌসুমে খেলেন ২২ ম্যাচ।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code