প্রধানমন্ত্রীর দৌড়ে কারা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ১:৪১, ১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

প্রধানমন্ত্রীর দৌড়ে কারা

editorbd
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২৫
প্রধানমন্ত্রীর দৌড়ে কারা

কানাডা অফিস:

৯ বছর ক্ষমতায় আসীন থাকা প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন কানাডার জাস্টিন ট্রুডো। একইসঙ্গে ক্ষমতাসীন লিবারেল পার্টির শীর্ষ নেতৃত্বও ছেড়েছেন তিনি। এর ফলে দল এবং দেশের প্রধানমন্ত্রীর গুরুদায়িত্ব কার কাঁধে উঠবে, তা নিয়ে জল্পনা চলছে। ট্রুডোর উত্তরাধিকারী হওয়ার দৌড়ে ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী আলোচনায় জায়গা করে নিয়েছেন।

এ নিয়ে পাঠকদের জন্য সম্ভাব্য শীর্ষ ৬ প্রতিযোগীর সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেছে যুগান্তর অনলাইন।

১. ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

কানাডার সাবেক অর্থমন্ত্রী এবং উপ-প্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সম্প্রতি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করার আগে ট্রুডোর অন্যতম শক্তিশালী মিত্র ছিলেন তিনি।

পররাষ্ট্র বিষয়ক প্রধান হওয়ার সময় তিনি কানাডাকে প্রতিবেশী মার্কিন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সঙ্গে একটি মুক্ত বাণিজ্য চুক্তি পুনঃআলোচনা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়া করোনা মহামারীর বিপর্যস্ত প্রতিকূল সময়ে কানাডার আর্থিক দফতরের দায়িত্বেও ছিলেন।

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে ব্যাপকভাবে একজন নেতৃস্থানীয় প্রার্থী হিসেবে দেখা হয়। কানাডার রাজনীতিতে তিনি কূটনৈতিক এবং অর্থনৈতিক দক্ষতার জন্য ব্যাপকভাবে পরিচিত। চলমান সময়ে দেশের আর্থিক নীতি পরিচালনা এবং বাণিজ্য নেতৃত্বে শক্তিশালী পছন্দ হিসাবে এগিয়ে থাকবেন তিনি।

২. মার্ক কার্নি

মার্ক কার্নি, ব্যাঙ্ক অব ইংল্যান্ড এবং ব্যাঙ্ক অব কানাডা দুটিরই সাবেক গভর্নর। কানাডার সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সম্ভাব্য ডার্ক হর্স হিসাবে আবির্ভূত হয়েছেন কার্নি।

আন্তর্জাতিক অর্থনীতি, বিশিষ্ট কর্মজীবের সঙ্গে কার্নির বৈশ্বিক দৃষ্টিভঙ্গির ভাণ্ডার রয়েছে। ক্ষমতাসীন লিবারেল নীতিতে সম্পৃক্ততা এবং স্থির নেতৃত্বের জন্য তার খ্যাতি রয়েছে। অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দলের সদস্য থেকে শুরু করে সাধারন ভোটার, সবাই প্রধানমন্ত্রী কার্নিকে চাইতে পারে।

৩. ডমিনিক লেব্ল্যাঙ্ক

একজন প্রবীণ রাজনীতিবিদ এবং বর্তমান আন্তঃসরকার বিষয়ক মন্ত্রী ডমিনিক লেব্ল্যাঙ্ক ট্রুডোর ঘনিষ্ঠ আস্থাভাজন। এছাড়া লিবারেল পার্টির মধ্যে একজন অভিজ্ঞ নেতৃত্ব তিনি।

ফেডারেল-প্রাদেশিক গতিশীলতা সম্পর্কে লেব্ল্যাঙ্কর গভীর উপলব্ধি এবং সরকারে তার দীর্ঘস্থায়ী সেবা তাকে নেতৃত্বের জন্য এগিয়ে রাখবে। এছাড়া তার প্রমাণিত ট্র্যাক রেকর্ড লেব্ল্যাঙ্ক শক্তিশালী প্রার্থী করে তুলেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।