স্পেনে স্কি লিফট ধসে আহত অন্তত ১৭ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৬:০৬, ১৭ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

স্পেনে স্কি লিফট ধসে আহত অন্তত ১৭

editorbd
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫
স্পেনে স্কি লিফট ধসে আহত অন্তত ১৭

লন্ডন অফিস:

স্পেনের আরাগন অঞ্চলে একটি রিসোর্টে স্কি লিফট ধসে পড়ার ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন। শনিবারের এই দুর্ঘটনায় নয়জনের অবস্থা অত্যন্ত গুরুতর ও আটজন গুরুতর আহত বলে জানিয়েছে আঞ্চলিক সরকার। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রায় ৮০ জন এখনও স্কি রিসোর্ট আসতুনের চেয়ারলিফটে ঝুলন্ত অবস্থায় আটকা পড়ে আছেন।

স্পেনের স্কিয়ারদের মধ্যে অত্যন্ত জনপ্রিয় আসটুন স্কি রিসোর্ট দেশটির হুয়েস্কা প্রদেশে ফ্রান্সের সীমান্তের কাছে পিরিনিজ পর্বতমালায় অবস্থিত।

এক প্রত্যক্ষদর্শী বলেছেন, মনে হচ্ছে কোনও একটি ক্যাবল খুলে গেছে, চেয়ারের ঝাঁকিতে মানুষ ছিটকে পড়ে গেছেন। ক্যাবল ভাঙার কারণ এখনও জানা যায়নি। রিসোর্টের পক্ষ থেকে দুর্ঘটনার বিষয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে।

আহতদের মধ্যে বিদেশিরা রয়েছেন কি না, তাৎক্ষণিকভাবে সেটা জানা যায়নি। আটকা পড়া স্কিয়ারের উদ্ধারে একাধিক হেলিকপ্টার কাজ করছে ও আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।