যুক্তরাষ্ট্রে আর্থিক প্রণোদনার বিনিময়ে লাখো সরকারি কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সকাল ৭:১৩, ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

যুক্তরাষ্ট্রে আর্থিক প্রণোদনার বিনিময়ে লাখো সরকারি কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব

editorbd
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫
যুক্তরাষ্ট্রে আর্থিক প্রণোদনার বিনিময়ে লাখো সরকারি কর্মীকে স্বেচ্ছা অবসরের প্রস্তাব

যুক্তরাষ্ট্র অফিস:

যুক্তরাষ্ট্রের ফেডেরাল ব্যয় হ্রাসে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারই ধারাবাহিকতায় সরকারি কর্মীদের সংখ্যা কমাতে একটি বড় পদক্ষেপ নেওয়া হলো। মঙ্গলবার (২৮ জানুয়ারি) বেশিরভাগ ফেডারেল কর্মচারীরকে আটমাসের বেতনের বিনিময়ে স্বেচ্ছায় অবসর গ্রহণের প্রস্তাব দেওয়া হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে লাখো কর্মচারীকে পাঠানো এক ইমেইলে জানানো হয়, ৬ ফেব্রুয়ারির মধ্যে তাদের সিদ্ধান্ত নিতে হবে যে তারা এই পদত্যাগ কর্মসূচিতে অংশ নিতে চান কি না। যারা নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত নেবেন, তাদের প্রায় আট মাসের বেতনের সমপরিমাণ আর্থিক প্রণোদনা দেওয়া হবে।

বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের আশা, মোট ফেডারেল কর্মচারীর প্রায় ১০ শতাংশ এই প্রস্তাব গ্রহণ করবেন। সংখ্যার দিক থেকে এটি প্রায় দু লাখ কর্মচারী।

প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা মার্কিন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই পদক্ষেপের ফলে রাষ্ট্রের প্রায় ১০ হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত সাশ্রয় হতে পারে।

যারা এই স্বেচ্ছা পদত্যাগ কর্মসূচিতে অংশ নিতে চান, তাদেরকে ফিরতি ইমেইলে বিষয় অংশে ‘পদত্যাগ’ শব্দটি লিখে দিতে বলা হয়েছে। প্রস্তাব গ্রহণকারীরা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বেতন ও অন্যান্য সুবিধা পাবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।