মধ্যস্থতা করতে চায় সৌদি আরব
১৬ ফেব্রু ২০২৫, ০২:০৪ অপরাহ্ণ

সাউথ এশিয়া ডেস্ক:
ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করতে নতুন চুক্তির লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইরানের মধ্যে মধ্যস্থতা করতে আগ্রহী সৌদি আরব। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ দাবি করা হয়েছে।
সৌদি আরব উদ্বিগ্ন, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঝুঁকতে পারে। কারণ ইসরায়েলের হামলা প্রতিরোধে ইরানের দীর্ঘদিনের প্রতিরোধক হিসেবে বিবেচিত আঞ্চলিক সহযোগীরা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে। সৌদি আরব প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ককে কাজে লাগিয়ে ইরানকে হোয়াইট হাউজের সঙ্গে কূটনৈতিক সেতুবন্ধন তৈরি করতে চায়।
সৌদি আরব আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে এই পদক্ষেপ ইঙ্গিত দেয় যে রিয়াদ তার সাবেক আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে উন্নত সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যেতে এবং সম্ভাব্য নতুন চুক্তির আলোচনায় একটি আসন নিশ্চিত করতে চায়।