নিউইয়র্ক বিস্ফোরণে মার্কিন নাগরিক রাহামি গ্রেফতার - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:৩৮, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

নিউইয়র্ক বিস্ফোরণে মার্কিন নাগরিক রাহামি গ্রেফতার

প্রকাশিত সেপ্টেম্বর ১৯, ২০১৬

fullsizerender
ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন:::
নিউইয়র্কের চেলসিতে বিস্ফোরণের ঘটনায় আহমেদ খান রাহামি নামে আফগানিস্তান থেকে আসা এক মার্কিন নাগরিককে আজ সকাল ১০ টা ৩০ মিনিটে গ্রেফতার করেছে পুলিশ।

২৮ বছর বয়সী ওই যুবক নিউজার্সিতে বসবাস করতো বলে জানা গেছে। নিউইয়র্কের পুলিশ বিভাগ ওই সন্দেহভাজনের একটি ছবিও প্রকাশ করে সব জায়গায় জরুরী নির্দেশনা দেয়া হয়েছিলো। রাহামির সঙ্গে কোন সন্ত্রাসী গোষ্ঠীর সম্পৃক্ততা আছে কিনা বা তার বড় ধরণের নাশকতার পরিকল্পনা ছিলো কিনা সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর আগে ৫ সন্দেহভাজনকে আটক করার করার খবর মার্কিন গণমাধ্যমে প্রকাশিত হলেও তা অস্বীকার করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।

নিউইয়র্কের গভর্নর এন্ড্রু কুমো একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করলেও; এর সঙ্গে আন্তর্জাতিক কোনো জঙ্গিগোষ্ঠীর সংশ্লিষ্টতা নেই বলে দাবি করে আসছেন। শনিবারের ওই হামলায় ২৯ জন আহত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।