নিউইয়র্কে ইমাম আলাউদ্দিন আখঞ্জি হত্যাকান্ডের ঘটনায় মামলার শুনানী ১৮ অক্টোবর - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৫০, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

নিউইয়র্কে ইমাম আলাউদ্দিন আখঞ্জি হত্যাকান্ডের ঘটনায় মামলার শুনানী ১৮ অক্টোবর

প্রকাশিত অক্টোবর ১৪, ২০১৬

ফয়জুল ইসলাম চৌধুরী নয়ন :::: স্বপ্নের দেশ খ্যাত মার্কিন যুক্তরাষ্টের নিউইয়র্কে হবিগঞ্জের ইমাম আখঞ্জি ও মুসল্লি তারা মিয়া হত্যাকান্ড মামলার দ্বিতীয় শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী ১৮ অক্টোবর কুইন্স ক্লিমিন্যাল কোর্টে। প্রথম মামলার শুনানি তারিখ ছিল গত ১ সেপ্টেম্বর। গত ১৩ আগষ্ট ওজনপার্কের আল ফোরকান মসজিদের ইমাম আব্দুল্লাহ আখঞ্জি ও মুসল্লি তারা উদ্দিন জোহরের নামাজ শেষে ঘরে ফেরার পথে ঘাতকের বুলেটের আঘাতে ঘটনাস্থলেই প্রাণ হারান আখঞ্জি এবং তারা মিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। পুলিশ ঘাতক মরেল অস্কারকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে প্রথম ডিগ্রি হত্যার অভিযোগ আনা হয়েছে। গত ১ সেপ্টেম্বর মামলার প্রথম শুনানি হওয়ার পর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও কমিউনিটির নিরাপত্তার দাবিতে প্রতিবাদ সমাবেশ, সিটি কাউন্সিলের সম্মুখে সংবাদ সম্মেলন, জানাজার নামাজে মেয়রের উপস্থিতি ও সুষ্ঠু বিচারের আশ্বাস এসব কিছু হয়েছে। এমনকি গত ১ সেপ্টেম্বর মামলার প্রথম তারিখে কোর্টের সামনেও সুষ্ঠু বিচারের দাবিতে সমাবেশ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।