আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর ট্রাম্পকে শুভেচ্ছা জানান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেটা হয়ত মনে রেখেছেন এ ধনকুবের প্রেসিডেন্ট। আর তাই উত্তর প্রদেশে বিপুল জয়ের পর মোদিকে ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ট্রাম্প। সোমবার সন্ধ্যায় মোদিকে ফোন করে শুভেচ্ছা জানান ট্রাম্প। আর এ ফোনালাপকে তাৎপর্যবহ হিসেবে দেখছেন ভারতীয় রাজনীতিবিদরা। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রীকে দু’বার ফোন করলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম বার ফোন করে ভারতকে বন্ধুদেশ হিসেবে চিহ্নিত করেছিলেন তিনি। এমনকী আন্তর্জাতিক স্তরে ভারতকে প্রাধান্য দিয়েছিলেন। এর পরপরই গৃহবন্দী করা হয় পাকিস্তানী হাফিজ সাইদকে। এর পেছনে মোদি ও ট্রাম্পের যোগাযোগকে দায়ী করেছেন অনেকেই।
এর আগে ওবামা প্রশাসন নানাক্ষেত্রে ভারতের পাশে দাঁড়িয়েছে। একই ছবি দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রেও। সেই আবহেই ট্রাম্পের এই দ্বিতীয় ফোন অত্যন্ত ইঙ্গিতবাহী ও তাৎপর্যপূর্ণ হয়েই থাকল।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।