সাঁতার না জানলে ডিগ্রি নাই! - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, সন্ধ্যা ৭:২৬, ৯ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

সাঁতার না জানলে ডিগ্রি নাই!

প্রকাশিত মার্চ ২৯, ২০১৭

সাঁতার না জানলে ডিগ্রি দেবে না চীনের শিংহুয়া বিশ্ববিদ্যালয়। ‘প্রাচ্যের হার্ভার্ড’ খ্যাত প্রতিষ্ঠানটিতে ভর্তির জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের বলা হয়েছে, স্নাতক ডিগ্রি পেতে হলে তাদেরকে অবশ্যই আগে সাঁতার শিখতে হবে বলে বিবিসির এক প্রতিবেদনে জানা গেছে।

এর কারন হিসেবে বিশ্ববিদ্যালয়ে বলছে, সাঁতার একটি জীবনরক্ষাকারী দক্ষতা। এটা শারীরিক ফিটনেস বাড়ায়। তা ছাড়া দেশের সেরা মাথাওয়ালা যারা – তাদেরকে সুইমিং পুলেও নিজেদের যোগ্যতাও প্রমাণ করতে হবে।

মজার ব্যাপার হচ্ছে, এ বিশ্ববিদ্যালয়ে ডিগ্রির জন্য সাঁতারকে একটি পূর্বশর্ত করা হয়েছিল অনেক আগে – ১৯১৯ সালে। কিন্তু পরে এটা আবার বাদ দেয়া হয়েছিল – যার একটা কারণ ছিল বেইজিং-এ সুইমিং পুলের অভাব।

কিন্তু সোমবার প্রকাশিত নতুন নিয়মে বলা হয়েছে, নতুন ছাত্রদের যে কোন ধরণের সাঁতারে অন্তত ৫০ মিটার পার হবার দক্ষতা থাকতে হবে।

ভর্তি পরীক্ষার সময় যদি কেউ সাঁতার না জানে, তাহলে তাকে স্নাতক ডিগ্রি পাবার আগেই তা শিখে নেওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।