ডেস্কঃ আরব লিগের ২৮তম বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, ইসলামের সঙ্গে সন্ত্রাসবাদের কোনো রকম যোগসূত্র নেই। তারপরও কিছু উন্নত দেশ এই যোগসূত্র আবিস্কারের অপচেষ্টা করছে। তিনি বলেন, ‘কোনো কোনো দেশ উগ্রপন্থা ও ইসলামকে গুলিয়ে ফেলছে। কিন্তু বাস্তবে ইসলামের সঙ্গে কোনো সন্ত্রাসবাদ ও উগ্রপন্থার কোনো যোগসূত্র নেই।’
এ সময় জাতিসংঘ মহাসচিব জর্দান নদীর পশ্চিম তীরে অবৈধ ইহুদি বসতি স্থাপনের নিন্দা জানিয়ে বলেন, ‘স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা না গেলে ওই অঞ্চলের সংঘাত বন্ধ হবে না। স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
অ্যান্তোনিও গুরেতেস এ সময় সিরিয়ার সংঘাত বন্ধে জাতিসংঘ পদক্ষেপ নিচ্ছে বলে মন্তব্য করেন। তিনি জানান, এ বিষয়ে শিগগিরই তাৎপর্যপূর্ণ ঘোষণা আসতে পারে।
সিরিয়ার সংঘাত বন্ধ করা না গেলে টেকসই রাজনৈতিক পরিস্থিতি নিশ্চিত করা কঠিন বলেও মন্তব্য করেন বান কি মুনের পর জাতিসংঘের মহাসচিব হওয়া অ্যান্থোনিও গুতেরেস।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।