ভূমধ্যসাগরে নৌকাডুবি, ব্যাপক প্রাণহানীর শঙ্কা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৩১, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ব্যাপক প্রাণহানীর শঙ্কা

প্রকাশিত মার্চ ৩০, ২০১৭
ভূমধ্যসাগরে নৌকাডুবি, ব্যাপক প্রাণহানীর শঙ্কা

ভূমধ্যসাগরে ইউরোপগামী শরণার্থীবাহী রাবারের নৌকা ডুবে যায়। এসময় নৌকায় ১৫০ জন শরণার্থী ছিলেন। তাদের মধ্যে ১৬ বছর বয়সী একজন গাম্বিয়ান বালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিদের এখনো খোঁজ মিলেনি। মনে করা হচ্ছে নিখোঁজ সবাই মারা গেছেন।

স্থানীয় সময় বুধবার (২৯ মার্চ) দ্য ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ দুর্ঘটনার খবর জানিয়েছে। সংস্থাটির জানায়, গত মঙ্গলবার ভূমধ্যসাগরে একটি ফুয়েল ট্যাঙ্কের ওপর পড়ে থাকতে দেখে গাম্বিয়ার ওই বালককে উদ্ধার করে আইভেন্টা নামের একটি জাহাজ। পরে তাকে ইতালির কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। বুধবার তাকে দেশটির সিসিলির লাম্পিদুসা দ্বীপে নিয়ে আসা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।