ব্রেক্সিট-পরবর্তী ব্রিটেনের সঙ্গে বাণিজ্য জোরদারে আগ্রহী কানাডা-ট্রুডো
৩১ মার্চ ২০১৭, ০৭:৫৫ অপরাহ্ণ

আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পর ব্রিটেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরো জোরদার করবে কানাডা। ব্রেক্সিট-পরবর্তী সময়ে বাণিজ্য বৃদ্ধির নিশ্চয়তা প্রদান করেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ট্রুডো বলেন, যুক্তরাজ্য কানাডার ঘনিষ্ঠ মিত্রস্থানীয় দেশ। বর্তমানে দেশটির সঙ্গে যেমন বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান, ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। জোটের সঙ্গে ব্রিটেনের আলোচনা চলাকালীন সময়ে যুক্তরাজ্যের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্ক নির্ধারণে কানাডা কাজ করবে বলে জানান তিনি। গত বুধবার ট্রুডো আরো জানান, উভয় দেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নত কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে ব্রিটেনের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করছে কানাডা। ব্রিটেন কানাডার চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। তবে দুই বছর পর আনুষ্ঠানিকভাবে জোট থেকে বেরিয়ে যাওয়ার পর কানাডা-ইইউ বাণিজ্য চুক্তির অংশ থাকবে না ব্রিটেন। ব্রেক্সিট-পরবর্তী সময়ে কানাডা-ব্রিটেনের বাণিজ্যিক প্রতিবন্ধকতা দূর করতে পৃথক দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা করতে ব্রিটিশ সরকারের প্রতি আহŸান জানিয়েছেন লন্ডন ও অটোয়ার পার্লামেন্ট সদস্যরা। কর্মকর্তারা জানান, কানাডা-ইইউ কম্প্রিহেনসিভ ইকোনমিক অ্যান্ড ট্রেড এগ্রিমেন্ট (সেটা) কানাডার সঙ্গে ব্রিটেনের দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি আলোচনার ভিত্তি হিসেবে কাজ করবে। তবে গত সপ্তাহে কর্মকর্তাদের এ ধারণার সঙ্গে দ্বিমত পোষণ করেন কানাডার বাণিজ্যমন্ত্রী ফ্রাঁসোয়া-ফিলিপ শ্যাম্পেন। তিনি জানান, ব্রেক্সিট আলোচনা চলাকালে ব্রিটেনের সঙ্গে পৃথক একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির বিষয়ে আলাপ করা সময়োচিত সিদ্ধান্ত নয়। এএফপি।