গ্রেটার ম্যানচেষ্টার হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

Daily Ajker Sylhet

২২ জুন ২০১৭, ১২:৪১ অপরাহ্ণ


গ্রেটার ম্যানচেষ্টার হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

শেখ জাফর আহমদ ঃ (ম্যানচেষ্টার) ঃ গ্রেটার ম্যানচেষ্টার হবিগঞ্জ ডিষ্ট্রিক এসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিল। গত ৩১জুন ম্যানচেষ্টারের শাহজালাল জামে মসজিদে ম্যানচেষ্টারের বাংলাদেশী বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত হয়। গ্রেটার ম্যানচেষ্টার হবিগঞ্জ ডিষ্ট্রিক্ট এসোসিয়েশনের চেয়ারম্যান আবু তাহেরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আউয়াল এম এ শেখের পরিচালনায় অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আফজাল খান এমপি ও সাবেক এমপি জর্জ গ্যালওয়ে,শাহজালাল জমে মসজিদের চেয়ারম্যান আশিকুর রহমান শিলিক,আলহাজ্ব ছুরাবুর রহমান,মোস্তফা চৌধুরী, মীর গোলাম মোস্তফা, শাহ মুনিম,অয়েছ কামালী,আব্দুল হান্নান,ফারুক আহমদ,শেখ জাফর আহমদ,দলা মিয়া,সেকুল আলী,শামীম আহমদ, তৈয়বুর রহমান শ্যামল,শাহ কাইয়ুম,ইফতেখার হোসেন সুমন প্রমূখ।

 

অনুষ্ঠানে শাহজালাল জামে মসজিদের ইমাম খাইরুল হুদা খানের পরিচালনায় বাংলাদেশসহ বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে এক বিশেষ দোয়া শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।