হাইড আওয়ামিলীগের ইফতার ও দোয়া মাহফিল

Daily Ajker Sylhet

২২ জুন ২০১৭, ১২:৪৩ অপরাহ্ণ


হাইড আওয়ামিলীগের ইফতার ও দোয়া মাহফিল

মোঃ ছুরত মিয়া, টেইম সাইড প্রতিনিধি ঃ হাইড আওয়ামিলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিল। বিপুল সংখ্যক নেতাকর্মীও কমিউনিটি নেতৃবৃন্দেও উপস্থিতিতে গত ৬ জুন হাইড বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের কার্যালয়ে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে হাজী মোঃ আজাদ মিয়ার সভাপতিত্বে এবং মোঃ ছুরত মিয়ার পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাইড জামে মসজিদের খতিব মৌলানা ক্বারী আং হামিদ। এসময় ৭৫ এর ১৫ আগস্ট ঘাতকের নির্মম বুলেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবসহ তাঁর পরিবারের সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা এবং অসুস্থ আওয়ামী লীগ নেতা বিশ্বনাথ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তারের জন্য বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তাফ। বিশেষ অতিথি ছিলেন ওল্ডহাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট গীতিকার মোফাজ্জিল খাঁন,আওয়ামী লীগ নেতা মোঃ হেদায়াতুল ইসলাম নওয়াব,ফারুক আহমদ এমবিই,গোলাম কিবরিয়া বেলাল,নাসির খান সুয়েব,ফয়সল আহমদ,মোঃ মুজিবুল হক প্রমূখ। এছাড়া উপস্থিত ছিলেন মোঃ সাইফুল আলম কয়ছর, মোঃ মানিক হাসান, আবুল কাশেম শানুর,মোঃ লিটন নূরসহ আরো অনেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।