ম্যানচেষ্টার এরিনায় হামলায় হতাহতদের সমবেদনায় শাহ্ জালাল জামে মসজিদের শোক সভা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৫:০৩, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ


 

ম্যানচেষ্টার এরিনায় হামলায় হতাহতদের সমবেদনায় শাহ্ জালাল জামে মসজিদের শোক সভা

প্রকাশিত জুন ২২, ২০১৭
ম্যানচেষ্টার এরিনায় হামলায় হতাহতদের সমবেদনায় শাহ্ জালাল জামে মসজিদের শোক সভা

মাহী মাসুম (ম্যানচেষ্টার) ঃ ম্যানচেষ্টার এরিনাতে বোমা হামলায় নিহত ও আহতদের প্রতি সমবেদনা জানিয়ে ম্যানচেষ্টার শাহ্ জালাল জামে মসজিদের উদ্যোগে এক শোক সভার আয়োজন করা হয়। সব শ্রেণী-পেশার মানুষের উপস্থিতিতে গত ৯ জুন এই শোক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিতরা ”উই আর টুগেদার, উই আর ম্যানচেষ্টার’’ লিখা ফেষ্টুন নিয়ে উপস্থিত হোন। শোকসভায় বক্তারা এই নিকৃষ্ট হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন সন্ত্রাসীদের কোন জাতি,ধর্ম,বর্ণ বা গোষ্ঠি নেই,এরা সমাজের অন্তভুক্তও নয়, এরা কোন ধর্মকে প্রতিনিধিত্বও করে না। শাহজালাল জামে মসজিদের ইমাম মৌলানা খাইরুল হুদা খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা কবির আহমেদ জেপি, ম্যানচেষ্টার শাহ জালাল মসজিদের সভাপতি আশিক মিয়া সিজিল,কাউন্সিলার লুতফর রহমান,কাউন্সিলার রব নেয়াজ আকবর, কাউন্সিলার আহমেদ আলী,কাউন্সিলার ডঃ জুলি লোভিসি ও ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য আফজাল খান প্রমূখ। সভা শেষে নিহতদের জন্য র্প্রাথনা ও আহতদের দ্রুত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।