ম্যানচেষ্টার শাহজালাল মসজিদে মাল্টিফেইথ ইফতার পার্টি

Daily Ajker Sylhet

২২ জুন ২০১৭, ১২:৪৪ অপরাহ্ণ


ম্যানচেষ্টার শাহজালাল মসজিদে মাল্টিফেইথ ইফতার পার্টি

ম্যানচেষ্টার ব্যুরো অফিস ঃ ১০টি মসজিদের সমন্বয়ে ম্যানচেষ্টার শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক সেন্টারে অনুষ্ঠিত হয়েছে মাল্টিফেইথ উন্মুক্ত ইফতার পার্টি ও আলোচনা সভা। ধর্ম,বর্ণ,নির্বিশেষে বিভিন্ন কমিউনিটির বিপুল সংখ্যক মানুষের উপস্থিতিতে গত ১০ই জুন ‘মাই রিয়াদ ফাউন্ডেশন’ এর উদ্যোগে এই ইফতার পার্টি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ম্যানচেষ্টার শাহজালাল মসজিদ এন্ড ইসলামিক সেন্টারের খতিব মৌলানা খায়রুল হুদা খাঁনের পরিচালনায় অনুষ্ঠিত এই ইফতার পার্টি ও আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মসজিদ পরিচালনা কমিটির চেয়ারম্যান আশিক মিয়া সিজিল। ইফতার পূর্ব আলোচনায় বক্তব্য রাখেন স্থানীয় এমপি জেফ স্মিথ,নব-নির্বাচিত এমপি আফজল খাঁন,কবির আহমদ জেপি,কাউন্সিলার রব নেওয়াজ,কাউন্সিলার আহমদ আলী প্রমূখ। এসময় সন্ত্রাসী কর্মকান্ডের সাথে সম্পৃক্তদের কোন জাতি বা ধর্মের অন্তর্ভুক্ত নয় বলে মন্তব্য করেন জেফস্মিথ এমপি। সভা থেকে যে কোন হামলার জন্য ঢালাওভাবে মুসলমানদের উপর দোষারোপ না করার আহবান জানানো হয়। মাল্টিফেইথ উন্মুক্ত ইফতার পার্টি ও আলোচনা সভায় আগত অতিথিদের বিভিন্ন প্রশ্নের উত্তর ও ইসলামের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা প্রদান করেন সাদী সায়মন পিস ফাউন্ডার। নামাজের সময় সূচী নিয়ে প্রশ্নের বিস্তারিত ব্যাখ্যা দেন মসজিদের খতিব মৌলানা খায়রুল হুদা খান। পরে বিশ্বের শান্তি ও সমাজের সম্প্রীতি কামনা করে এক বিশেষ দোয়া করা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।