ম্যানচেষ্টার এশিয়ান কমিউনিটির উদ্যোগে নব-নির্বাচিত এমপিদের সংবর্ধনা
২২ জুন ২০১৭, ১২:৪৬ অপরাহ্ণ

মাহী মাসুম (ম্যানচেষ্টার) ঃ গ্রেটার ম্যানচেষ্টারের নব-নির্বাচিত পার্লামেন্ট মেম্বার ও ইউরোপিয়ান পার্লামেন্ট মেম্বারদের সংর্বধনা প্রদান করেছে ম্যানচেষ্টার এশিয়ান কমিউনিটি। এশিয়ান কমিউনিটির শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১৮ জুন ম্যানচেষ্টারের শেরাটন সুইটে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন শওকত আলী। সংবর্ধনায় অংশ নেন ওয়ারিংটন থেকে প্রথমবারের মত নির্বাচিত এমপি ফয়সাল রশিদ,এমইপি ওয়াজিদ খান,গ্রেটার ম্যানচেষ্টারের সাবেক পুলিশ কমিশনার ও নবনির্বাচিত এমপি টনি লয়েড ও নবনির্বাচিত এমপি আফজাল খান।
এসময় তারা এশিয়ান কমিউনিটির এই উদ্দ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সম্মিলিতভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে যোগ দিয়ে বিশিষ্ট ব্যবসায়ী ইকবাল আহমেদ ওবিই ভবিষ্যতে এশিয়ানদের মধ্য থেকে কেউ একজন ব্রিটেনের প্রধানমন্ত্রী হবেন বলে আশা প্রকাশ করেন।