ম্যানচেষ্টার মিতালী গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল

Daily Ajker Sylhet

২২ জুন ২০১৭, ১২:৪৭ অপরাহ্ণ


ম্যানচেষ্টার মিতালী গ্রুপের ইফতার ও দোয়া মাহফিল

মাহী মাসুম (ম্যানচেষ্টার) ঃ ম্যানচেষ্টারের বাঙালী কমিউনিটির অন্যতম সামাজিক সংগঠন ম্যানচেষ্টার মিতালী গ্রুপের উদ্যোগে এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৩ জুন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের হলে অনুষ্ঠিত হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা রুবেল আহমেদের পবিত্র কোনআন তেলোয়াত ও তাফসীর দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে কামাল আহমেদের সভাপতিত্বে ও জসিম উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন সিদ্দিকা আহমেদ,খন্দকার সুফি মিয়া,কাউন্সিলার লুতফর রহমান,পুলিশ সুপারেন্টটেন্ড ডেভিট, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি আবু নাসের ওহাব ও আফজাল খান। এসময় বক্তারা ঐক্যবদ্ধ কমিউনিটি ও সামাজিক কর্মকান্ডের উপড় বিশেষ গুরুত্বারোপ করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কউন্সিলার আহমেদ আলী,ফারজানা আফজাল,ব্যরিষ্টার মিজানুর রহমান,সলিসিটর লাভলু কাদের,সলিসিটর মুকিদ মিয়া,আবু তাহের,সিলিক উদ্দিন,আবদুল কাইউম,সাহেল উদ্দিন,শামিম তালুকদার,তারেক কাসিম,রুবেল খান,সিদ্দিক আলী, খাইরুল জামান যাদু,ফোরকানুর চৌধুরী সাগর,তৈয়বুর রহমান শ্যামল ও শাহ কাউম প্রমূখ। মাহফিলে মোনাজাত পরিচালনা করেন ইমাম আবদুল মালিক মহসিন। অনুষ্ঠানে সকলে ‘‘উই লাভ ম্যানচেষ্টার’’ প্লেকার্ড প্রদর্শন করে ম্যানচেষ্টারে বোমা হামলায় হতাহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।