ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল – BANGLANEWSUS.COM
  • ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত জুন ২২, ২০১৭
ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল

শেখ জাফর আহমদ(ম্যানচেষ্টার)ঃ ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দলীয় নেতাকর্মী ও কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১৯জুন ম্যানচেষ্টারের স্থানীয় একটি স্কুলের হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সভাপতি শাহ মুনিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শেখ জাফরের আহমদের পরিচালনায় অনুষ্টিত ইফতার ও দোয়া মাহফিরে প্রধান অতিথি হিসাবে যোগ দেন সর্ব-ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান মনাফ। বিশেষ অতিথি ছিলেন কমিনিউটি নেতা ও ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের উপদেষ্টা গনী চৌধুরী।

?

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অয়েছ কামালী,সহ-সভাপতি আব্দুল হান্নান,সাংঠনিক সম্পাদক জাহাঙ্গীর হুসেন,ম্যানচেষ্টার বাংলাদেশী সহকারী হাইকমিশনের সোশিয়াল সেক্রেটারী জিল্লুর রহমান,সর্ব ইউরোপ বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি আনসার খান,সাধারন সম্পাদক সাব্বির চৌধুরী,সাংঠনিক সম্পাদক আলম,ম্যানচেষ্টার সিটি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মোতাজ্জিল খান,সহ দপ্তর সম্পাদক সেবুল কামালী,মানবাধিকার সম্পাদক নুরুল ইসলাম,অন্যতম নেতা মুহিবুর রহমান,বকুল আহমদ, প্রবীন আওয়ামীলীগ নেতা কামাল আহমদ,ওল্ডহ্যাম যুবলীগের সভাপতি সৈয়দ সাদেক আহমদ,ম্যানচেষ্টার যুবলীগের সহ-সভাপতি শামীম চৌধুরী টিটু,যুগ্ম-সম্পাদক সৈয়দ আমিনুর রসিদ খোকন,যুবনেতা ইবলুল,হাইড যুবলীগের সাধারন সম্পাদক দেওয়ান নুর,সাবেক ছাত্র নেতা ইব্রাহীম,ম্যানচেষ্টার ছাত্রলীগের সাধারন সম্পাদক নুর আলম,মুকিত আহমদ প্রমুখ। সভা শেষে পবিত্র কোরান থেকে তেলাওয়াত,দুরুদ শরীফ পাঠ করে বিশ্ব মুসলীমের শান্তি কামনা করে দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী লিয়াকত আলী।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।