গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামিলীগের ইফতার ও দোয়া মাহফিল
২২ জুন ২০১৭, ১২:৫০ অপরাহ্ণ

ম্যানচেষ্টার ব্যুরো অফিস ঃ দলীয় নেতাকর্মী ও কমিউনিটির বিপুল সংখ্যাক মানুষের উপস্থিতিতে গ্রেটার ম্যানচেষ্টার আওয়ামিলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক ইফতার ও দোয়া মাহফিল। গত ৫ জুন ম্যানচেষ্টারের লংসাইডের ইকবাল বাংকুইটিং হলে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার পূর্ব মোনাজাতে বাংলাদের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রূহের মাগফেরাত কামনা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু এবং বিশ্ববাসীসহ বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। ইফতারে আগত অতিথিদের স্বাগত জানান ম্যানচেষ্টার আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সুরাবুর রহমান ও সাধারণ সম্পাদক এডভোকেট মীর গোলাম মোস্তফা।
উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের এর উপদেষ্টা ময়নূল আমীন বুলবল,খন্দকার ট্রাষ্টের চেয়ারম্যান সুফি খন্দকার, গ্রেটার ম্যানচেষ্টার বাংলাদেশ এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী খায়রুল ইসলাম জেপি,প্রবীন সাংবাদিক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুহিউদ্দিন চৌধুরী,ম্যানচেষ্টার আওয়ামীলীগের সৈয়দ মাহমুদুর রহমান,মামুনর রশিদ,ররুল আমিন রুহেল,রুহুল আমীন চৌধুরী মামুন,আব্দুর রশিদ সেকুল,মঈন আহমদ লিটন,আমিনুল হক ওয়েছ,মীর আবুল খায়ের,জাহাঙ্গির আলম,ম্যানচেষ্টার মৌলভীবাজার ডিষ্টিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান ফারক আহমদ, ম্যানচেষ্টার হবিগঞ্জ ডিষ্টিক্ট এসোসিয়েশনের চেয়ারম্যান আবু তাহের, ওল্ডহ্যাম আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হান্নান মিয়া,মদরিছ আলী,ফয়সল আহমদ,শাহ তোফায়েল আহমদ, হাইড আওয়ামীলীগের মোঃ হেদায়াতুল ইসলাম নওয়াব,ছুরত মিয়া,সিবাগত আলী খান প্রমূখ।