বার্মিংহামে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা

Daily Ajker Sylhet

২২ জুন ২০১৭, ১২:৫১ অপরাহ্ণ


বার্মিংহামে স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ সভা

রাজু আহমেদ ঃ ভয়াবহ পাহাড় ধসে আহত দুঃস্থ মানুষদের কাছে ত্রান সামগ্রী এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে রাঙ্গুনিয়ায় যাবার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলীমগীর,স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির প্রতিনিধি দলের উপড় আওয়ামিলীগ সন্ত্রাসী হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে বার্মিংহাম স্বেচ্ছাসেবক দল। গত ২১ জুন বার্মিংহামের এমটি ক্যাটারিং-এ এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা থেকে বক্তারা ন্যাক্কারজনক এই হামলার তীব্র নিন্দা ও ঘঠনার সাথে জড়িত আওয়ামি সন্ত্রাষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেন। বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রফিকুর রহমান রফু ও সদস্য সচিব মজনু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপির অপর সহ-সাংগঠনিক মোসাহিদ তালুকদার,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক আহবায়ক কাজী আঙ্গুর মিয়া, বার্মিংহাম সিটি বিএনপির সভাপতি জাহেদ চৌধুরী,ফরহাদ উদ্দিন,মামুন আহমেদ,মোরশেদ আহমেদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।