শেফিল্ড বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

Daily Ajker Sylhet

২২ জুন ২০১৭, ০৬:২৭ অপরাহ্ণ


শেফিল্ড বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

এবাদুর রহমান খালেদ (শেফিল্ড প্রতিনিধি) ঃ দলীয় নেতাকর্মীও কমিউনিটির বিভিন্ন স্থরের বিপুল সংখ্যাক নেতাকর্মীর উপস্থিতিতে শেফিল্ড বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল। গত ২০ জুন শেফিল্ডের বাঙালী অধ্যুষিত এলাকার একটি হলে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা ভয়াবহ পাহাড় ধসে আহত দুঃস্থ মানুষদের কাছে ত্রান সামগ্রী নিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা ও আহতদের দেখতে রাঙ্গুনিয়ায় যাবার পথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলীমগীর,স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বিএনপির প্রতিনিধি দলের উপড় আওয়ামি সন্ত্রাসীদের অতর্কিত হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানান। আমিরুল হকের পবিত্র কোরাণ তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় শেফিল্ড বিএনপির সভাপতি আনোয়ার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকতার আলীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বুরহানউদ্দীন,ইকবাল আহমদ,আশরাফ আলী,সুজন মিয়া,নেপুর আলী,আব্দুল খয়ের,আব্দুল কুদ্দুছ শেয়ব আব্দুর রুপ,মির্জা তৈমুর প্রমূখ। আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দেশ ও জাতির কল্যান কামনায় বিশেষ মোনাজাত করা ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল গনতান্ত্রিক আন্দোলনে নহিত শহীদদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।