ওয়ালসলের মসজিদে ওসমানে বার্ষিক ওয়াজ মাহফিল

Daily Ajker Sylhet

১৯ আগ ২০১৭, ০২:২৩ অপরাহ্ণ


ওয়ালসলের মসজিদে ওসমানে বার্ষিক ওয়াজ মাহফিল

প্রতি বছরের ন্যায় এ বছরও যুক্তরাজ্যের বার্মিংহামের ওয়ালসলের মসজিদে ওসমানে অনুষ্ঠিত হয়েছে বাৎসরীক ওয়াজ মাহফিল। গত ১৪ অগাষ্ট দুপর ১২ টা থেকে পরদিন ফজর পর্যন্ত চলা উক্ত ওয়াজ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ বিপুল সংখ্যক মুসল্লী ছাড়াও পার্শ্ববর্তী বিভিন্ন শহর থেকে মুসল্লীরা যোগ দেন। ওয়ালসলের মসজিদে ওসমানের পরিচালনা কমিটির সহ-সভাপতি কবি আলহাজ্ব মোহাম্মদ মুফিদুল গনি মাহতাবের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আল্লামা নুরুল ইসলাম বিশ্বনাথী। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মাওলানা জুবায়ের আহমদ আনসারী,হাফেজ মাওলানা মুফতি অলিউর রহমান,হাফেজ মাওলানা ছালেহ আহমদ,মাওলানা আব্দুর রহিম,হাফেজ মাওলানা রেজওয়ান ও মাওলানা আনহারুল ইসলাম চৌধুরী প্রমূখ। ওয়াজ মাহফিলে প্রবাসের বুকে থাকা মুসলমানদের ঈমান আক্বীদা রক্ষা করে নবী ও রাসুলের আদর্শকে সমুন্নত রেখে আল্লাহর পথে পরিচালিত হতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বয়ান উপস্থাপন করা হয়।

 

এছাড়াও ওয়াজ মাহফিলে কবি মোহাম্মদ মুফিদুল গনি মাহতাবের লেখা কবিতা গ্রন্থ ‘‘ইসলাম ও আমরা‘‘ গ্রন্থটির মোড়ক উন্মোচন করা হয়। সবশেষে বিশ্ব মুসলীমের সুখ সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের মাধ্যমে ওয়াজ মাহফিলের সমাপ্তি ঘঠে।
প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।