বার্মিংহামে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:৪১, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

বার্মিংহামে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা

প্রকাশিত অক্টোবর ২৪, ২০১৭
বার্মিংহামে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভা

রাজু আহমেদ ঃ নিজেদের মধ্যে ঐক্য-ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা এবং এলাকার উন্নয়নে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বার্মিংহামে জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডল্যান্ডসের কার্যকরী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। মিডল্যান্ডসে বসবাসরত প্রবাসী জকিগঞ্জবাসীদের উপস্থিতিতে গত ২৪ অক্টোবর বার্মিংহামের স্মলহীথের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়। জকিগঞ্জ ওয়েলফেয়ার এসোসিয়েশন মিডল্যান্ডসের সভাপতি ফারুক আহমেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম জাকারিয়ার পরিচালনায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন বৃটেনের মূলধারার স্বনামধন্য বিশিষ্ট ব্যবসায়ী জকিগঞ্জের কৃতি সন্তান শিক্ষাবিদ এম জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি নেতা ওয়ালী আহমেদ ও হাফিজ ফয়জুর রহমান। বক্তব্য রাখেন রায়হান চৌধুরী,বাবর আহমেদ,শোভন আহমেদ প্রমূখসহ অন্যান্যরা। সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকরী করতে নানা সিদ্ধান্ত গ্রহণ করা ছাড়াও এলাকার উন্নয়নে কিভাবে আরো বেশী ভূমিকা রাখ যায় সে বিষয়ে বিস্তারীত আলোচনা করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।