রাজু আহমেদ ঃ যুক্তরাজ্য সফররত বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব মোহাম্মদ আব্দুর রউফের সাথে মতবিনিময় করেছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম মিডল্যান্ডস শাখা। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতাকর্মীও কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৫ অক্টোবর বার্মিংহামের স্মলহীথের একটি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম ও মিডল্যান্ডের সভাপতি কামাল আহমদের সভাপতিত্বে ও সাংবাদিক জয়নাল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় সহকারী সচিব মোহাম্মদ আব্দুর রউফ প্রাবসীদের ঐক্যবদ্ধভাবে দেশের জন্য কাজ করার আহবান জানান। এছাড়া তিনি বাংলাদেশে বর্তমানে বিনিয়োগের অপার সম্ভাবনা রয়েছে উল্লেখ করে প্রবাসীদের বেশী বেশী বিনিয়োগ করার আহবান জানান।

মতবিনিময় সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম ও মিডল্যান্ডের সাধারণ সম্পাদক কলামিষ্ট আমিরুল ইসলাম বেলাল। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ, প্রবীন কমিউনিটি নেতা আলহাজ্ব আজির উদ্দিন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুক্তরাজ্য শাখার সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল বাবলু,কবি, দেলোয়ার হোসেন মঞ্জু,বার্মিংহাম আওয়ামী লীগের সহ-সভাপতি সাদেক মিয়া সমসু ও বুলন চৌধুরী,যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু,জাসদ নেতা জুনেদুর রহমান, সৈয়দ এলাহী হক শেলু,জম্মা আহমদ লিটু,বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, আবু হায়দার চৌধুরী সুইট,লুৎফুর রহমান লকু, জাসদ নেতা নিজাম উদ্দিন,বার্মিংহাম শ্রমিক লীগের সভাপতি রহমত আলী,আশিক মিয়া,মতিন মিয়া,আজাদ আবুল কালাম,ওয়াসিমুজ্জামান, সাংবাদিক রাজু আহমদ, মাওলানা রসিদ আহমদ প্রমুখ।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।