লোকমান হোসেন কাজী ঃ বার্মিংহাম ওয়েষ্ট ব্রমসউইচের লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যাক ধর্মপ্রাণ মুসলমান ও স্থানীয় আলেম উলামাদের উপস্থিতিতে গত ২৪ অক্টোবর রাতে লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সের ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির উদ্যোগে ‘দি ব্রিটিশ মুসলিম স্কুল’ এর কনফারেন্স হলে এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। লতিফিয়া ফুলতলী কমপ্লেক্সে চেয়ারম্যান প্রিন্সিপাল মাওলানা এম.এ.কাদির আল হাসানের সভাপতিত্বে ও ইভেন্ট ম্যানেজম্যান্ট কমিটির কো-অর্ডিনেটর মাওলানা রফিক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত এই ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত হাদিসে নববীর অন্যতম খাদেম,বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত আল্লামা ডঃ সরকার কাফিল উদ্দিন সালেহী।
মাহফিলে উপস্থিত ছিলেন বার্মিংহাম সিরাজাম মুনিরা জামে মসজিদের খতিব মাওলানা হাফিজ সাব্বির আহমদ, যুক্তরাজ্য আঞ্জুমানে আল-ইসলাহ’র সহ-সভাপতি মোঃ খুরশেদ উল হক,কভেন্ট্রি ফুলতলী ইসলামিক সেন্টার এর প্রিন্সিপাল মাওলানা আবুল হাসান,মাওলানা গুলজার আহমদ,মাওলানা হুসাম উদ্দিন আল-হুমায়দী,মাওলানা মাহবুব কামাল, মাওলানা আব্দুল মুনিম,মোঃ সাইফুল আলম,হাজী গৌছ আহমদ,মাওলানা হাবিবুল্লাহ,মাওলানা এহসানুল হক,মাওলানা শাহীন আহমদ,হাফিজ কবির আহমদ,হাজী মোঃ সাহাব উদ্দিন,হাজী মোঃ আবুল কালাম,ক্বারী গিলমান আহমদ,হাফিজ আবুল কালাম,হাজী তেরা মিয়া,মোহাম্মদ শাহজাহান প্রমুখ। মাহফিল শেষে বাংলাদেশ সহ বিশ্ব মুসলীমের সুখ ও সমৃদ্ধি কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।