রাজু আহমেদ ঃ যুক্তরাজ্য আওয়ামিলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব রমজান আলী ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বার্মিংহামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২২ অক্টোবর বার্মিংহামের স্মলহীথের এমটি ক্যাটরিং-এ আলহাজ্ব রমজান আলী ও ইফতেখার হোসেন শামীম স্মৃতি পরিষদের উদ্যোগে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলহাজ্ব রমজান আলী ও ইফতেখার হোসেন শামীম স্মৃতি পরিষদের আহবায়ক হোসেন আহমেদেও সভাপতিত্বে,মাহমুদ আলী ও সদস্য সচিব মোসাদ্দেক আহমেদ শ্যামলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভা ও দোয়া মাহিফলে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বার্মিংহাম আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চৌধুরী মাখন। বিশেষ অতিথি ছিলেন বার্মিংহাম আওয়ামিলীগের সহ-সভাপতি সাদেক মিয়া শামসু,শাহ রুকন আহমেদ,সাইফুল আলম,সেলিম আহমেদ,শামিম আহমেদ ও মোস্তাফিজুর রহমান দিপু শেখ।
বক্তব্য রাখেন যুক্তরাজ্য জাসদের সদস্য সচিব জুনেদুর রহমান,বার্মিংহাম শ্রমিক লীগের সভাপতি আবুল খায়ের ও সাধারণ সম্পাদক লোকমান চৌধুরী,মিডল্যন্ডস যুবলীগের সভাপতি জুবের আলম,বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ,সাধারণ সম্পাদক শফিকুর রহমান,যুগ্ম সম্পাদক জামিল আহমেদ,রুহেল মিয়া,সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ,উজ্জ্বল মিয়া,ধর্ম-সম্পাদক শাহিন মিয়া,সুহেল মিয়া,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক এ কে এম আলী হোসেন,বার্মিংহাম ছাত্রলীগের সাবেক সভাপতি শেরওয়ান মিয়া ও এটিএন বাংলা ইউকে‘র নিউজ রিপোর্টার বদরুল আলম প্রমূখ। আলোচনা সভায় বক্তারা আলহাজ্ব রমজান আলীর জীবদ্দশায় কমিউনিটির উন্নয়নে বিভিন্ন কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করেন। সবশেষে আলহাজ্ব রমজান আলী ও ইফতেখার হোসেন শামীমের রুহের মাগফেরাত কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।