বার্মিংহামে জাসদের প্রতিষ্টাবার্ষিকী পালন - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৪:৪৭, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বার্মিংহামে জাসদের প্রতিষ্টাবার্ষিকী পালন

প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৭
বার্মিংহামে জাসদের প্রতিষ্টাবার্ষিকী পালন

রাজু আহমেদ ঃ জাতীয় সমাজনান্ত্রিক দল (জাসদ) এর ৪৫ তম প্রতিষ্টাবার্ষিকী পালন করেছে বার্মিংহাম জাসদ। যুক্তরাজ্য ও স্থানীয় জাসদের নেতৃবৃন্দ, বার্মিংহাম আওয়ামিলীগ,বার্মিংহাম জাতীয় পাটিসহ মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে এ উপলক্ষ্যে গত ৩১ অক্টোবর বার্মিংহামের স্মলহীথের মিষ্টিদেশ রেষ্টুরেন্টে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে কর্ণেল তাহেরের প্রেরণায় প্রবাস থেকে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। জাসদ নেতা নিজাম উদ্দীন আহমদের সভাপতিত্বে ও সৈয়দ এলাহী হক শেলুর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিেিসব যোগ দেন যুক্তরাজ্য জাসদের সভাপতি শামীম আহমদ। প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক জুনেদুর রহমান জুনেদ। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য আওয়ামিলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিসবাউর রহমান মিসবাহ,প্রবীণ আওয়ামিলীগ নেতা আলহাজ্ব আজির উদ্দিন,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি কবীর উদ্দিন,সাধারণ সম্পাদক মাহবুব আলম চৌধুরী মাখন,বার্মিংহাম জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট বার্মিংহাম মিডল্যান্ডসের সভাপতি কামাল আহমেদ প্রমূখ। বক্তব্য রাখেন র্বামিংহামের জাসদের সাবেক সভাপতি নিয়াজ জায়গীরদার পাপ্পু ও জাসদ নেতা শাহান চৌধুরী,সোহেল আহমেদ,বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি সহ-সভাপতি আলহাজ্ব বশির মিয়া কাদির ও শাহ রুকন আহমদ,যুগ্ম সম্পাদক সাইফুল আলম,মিডল্যান্ড আওয়ামীলীগের সহ-সভাপতি আকমল খান,জমশেদ আলী,দিলাল আহমেদ, আওমীলীগ নেতা ওয়াসিমুজ্জামান,এনামুল হক খান নেপা,মাহবুব মোরশেদ (খসরু),আমির হাসান চৌধুরী ফয়সল আহমদ চৌধুরী,মোস্তাফিজুর রহমান দিপু শেখ,হোসেন আহমদ,আশিক মিয়া,মতিন মিয়া,বার্মিংহাম শ্রমিক লীগের সভাপতি রহমত আলী,বার্মিংহাম যুবলীগের সভাপতি এমদাদুর রহমান সুয়েজ,মৌলানা রশীদ আহমেদ,যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ-সভাপতি নাসির উদ্দিন হেলাল,যুক্তরাজ্য জাতীয় যুব সংহতির আহবায়ক মনসুর আলম,কমিউনিটি নেতা তোফাজ্জুল হোসেন চৌধুরী,হাবিবুর রহমান হাবিব,আবু এইচ চৌধুরী সুইট,তারেক মাহমুদ,আবুল হোসেন আবুল,নজির আহমেদ প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।