বার্মিংহামে কবির এম আহমদের মতবিনিময় – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

বার্মিংহামে কবির এম আহমদের মতবিনিময়

প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৭
বার্মিংহামে কবির এম আহমদের মতবিনিময়

রাজু আহমেদ ঃ যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির এম আহমদের সাথে মতবিনিময় করেছে বার্মিংহামে বসাবসরত জগন্নাথপুর উপজেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাসেবক দল,ছাত্রদল ও জাসাস এর সাবেক নেতৃবৃন্দ। জগন্নাথপুর উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সাবেক নেতৃবন্দ ছাড়াও স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৯ নভেম্বর বার্মিংহামের গ্রেটবারের একটি রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় যুক্তরাজ্য সফররত জগন্নাথপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির এম আহমদ প্রবাসী বিএনপি নেতাদের বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আগামী আন্দোলন সংগ্রামে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন,বাংলাদেশ এক ক্রান্তিলগ্ন পার করছে; এ থেকে পরিত্রাণ পেতে প্রবাসীদেরও অনেক দায়িত্ব আছে। যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজাতুর রেজা চৌধুরীর সভাপতিত্বে,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির যুগ্ম সম্পাদক ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মজনু মিয়ার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন,ব্রাডফোর্ড বিএনপির সাধারণ সম্পাদক রাজু আহমদ ও ওল্ডহ্যাম বিএনপির যুগ্ম সম্পাদক নিক্সন চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছমির আলী,হেভেন খান,নুরুজ্জামান,জালাল উদ্দিন,রফিকুর রহমান রফু,কবির আহমেদ,সৈয়দ রুপন আলী,চুনু মিয়া,আব্দুর রব,সাব্বির আহমেদ প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।