লোকমান হোসেন কাজী ঃ ওলছল স্পোটিং ক্লাবের উদ্যোগে ব্রিটেনে বিভিন্ন শহর থেকে প্রায় ৫০ টি বাংলাদেশী ক্যারম দলের অংশগ্রহনে ওয়ালসলে অনুষ্ঠিত হয়েছে ডাবল ক্যারম প্রতিযোগিতা -২০১৭। গত ১৩ নভেম্বর ওয়ালসলের ডার্লেষ্টনের সাপ্পার সুইটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতা সমাপ্ত হয় পরদিন ১৪ নভেম্বর বিকালে। প্রতিযোগিতার ফাইনালে হামিদ ও কবির জুটি, সাকিল ও রাশেদ জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয়,চতুর্থ স্থান অধিকারীদের যথাক্রমে প্রথম পুরস্কার ৫০০ পাউন্ড ও দ্বিতীয় পুরস্কার ২০০ পাউন্ড, তৃতীয় পুরস্কার ১০০ পাউন্ড, ৪র্থ পুরস্কার ৫০ পাউন্ড প্রদান করা ছাড়াও ট্রফি প্রদান করা হয়। ওয়ালছল স্পোর্টিং ক্লাবের সভাপতি ফারুক মিয়ার সভাপতিত্বে,লিটন মিয়া এবং আব্দুল হামিদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গিল্ড অফ বাংলাদেশী রেষ্টুরার্সের সভাপতি ইমাম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হোসেন আহমদ,আবুল কালাম কয়েছ, শাহ কামাল,আলতাফ আলী,আজির উদ্দিন,মাসুদ মিয়া, জয়নাল মিয়া,আলীম উদ্দিন,কিরন মিয়া,জাবের নাজমুল রুহিন,জাহেদ,ফিরোজ জিল্লুল হক,মুকিত,জয়নাল জুবের,আফতাব প্রমুখ। উল্লেখ্য এই প্রতিযোগিতার
মিডিয়া পার্টনার ছিলো বাংলা কাগজ ও চ্যানেল আই ইউরোপ। আয়োজকরা ভবিষ্যতে আরো বড় আকারে এধরনের ক্যারাম টুর্নামেন্টের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।
Related
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।