আমিরুল ইসলাম বেলালের টিভি ওয়ানে যোগদান - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৫, ৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

আমিরুল ইসলাম বেলালের টিভি ওয়ানে যোগদান

প্রকাশিত নভেম্বর ১৭, ২০১৭
আমিরুল ইসলাম বেলালের টিভি ওয়ানে যোগদান

কাগজের বিশেষ প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল বৃটেনের বাংলাভাষী টিভি চ্যানেল টিভি ওয়ানে যোগ দিয়েছেন। সম্প্রতি টিভি ওয়ানের কর্তৃপক্ষ তাঁকে বার্মিংহাম প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। এখন থেকে তিনি সংবাদ প্রেরণ,বিজ্ঞাপন সংগ্রহসহ টিভি ওয়ান সংশ্লিষ্ট সকল বিষয়ে বার্মিংহাম প্রতিনিধি হিসেবে প্রতিনিধিত্ব করবেন। আমিরুল ইসলাম বেলাল বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ছাড়াও দীর্ঘদিন ধরে বৃটেনের বিভিন্ন বাংলা সংবাদপত্রে নিয়মিত কলাম লিখছেন এবং বাংলা টিভির বার্মিংহাম প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বার্মিংহামের স্মলহীথ এলাকায় বসবাস করা আমিরুল ইসলাম বেলালের পৈত্রিক নিবাস মৌলভীবাজার সদর উপজেলায়। তিনি একটু অন্যরকমের উদ্যোগে আগামী ডিসেম্বরে শুরু হতে যাওয়া বাংলা স্কুল পরিচালনা কমিটির চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছেন। তাঁর সাথে যোগাযোগের টেলিফোন নাম্বার হলো ০৭৫৮১২০১৮০৮।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।