ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের সাথে আষ্টনের স্থানীয় কমিউনিটির মতবিনিময় সভা – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের সাথে আষ্টনের স্থানীয় কমিউনিটির মতবিনিময় সভা

প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৭
ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের সাথে আষ্টনের স্থানীয় কমিউনিটির মতবিনিময় সভা

রাজু আহমেদ ঃ কমিউনিটির মানুষদের গান ক্রাইম,ড্রাগ ক্রাইমসহ নানা অপরাধের বিষয়ে সচেতনতা এবং এলাকায় শান্তি ও শৃঙ্খলা রক্ষার বিষয়ে পরামর্শ গ্রহণের লক্ষ্যে বার্মিংহামের আষ্টনের স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা করেছে ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের একটি প্রতিনিধি দল। বাংলাদেশী কমিউনিটিসহ সংখ্যালঘু কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ২৯ নভেম্বর বার্মিংহামের আষ্টনের একটি কমিউনিটি হলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আষ্টন কনজারভেটিব পার্টির চেয়ারম্যান জাহেদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্টিত এই মতবিনিময় সভায় ওয়েষ্ট মিডল্যান্ডস পুলিশের প্রতিনিধি দলে নেতৃত্ব দেন ইন্সপেক্টর স্কট এওয়ার্ড ও আসলি বার্ট। এসময় তারা কমিউনিটির মানুষদের নানা সুযোগ সুবিধা বিষয়ে পরামর্শ গ্রহণ করেন এবং এলকায় অপরাধ প্রবণতা রোধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় বাংলাদেশীদের মধ্যে বক্তব্য রাখেন আবজার হোসেন,ফয়েজ উদ্দিন এমবিই,আব্দুল জলিল,আলহাজ্ব আব্দুল ওয়াদুধ,হাজী মধু মিয়া ও মোহাম্মদ রফিক প্রমূখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।