বার্মিংহাম মিডল্যান্ডস জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ফয়জুর রহমান চৌধুরী এমবিই সভাপতি ও আব্দুল কাদির আবুল সাধারণ সম্পাদক - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, দুপুর ১:১৩, ১০ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ


 

বার্মিংহাম মিডল্যান্ডস জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন ফয়জুর রহমান চৌধুরী এমবিই সভাপতি ও আব্দুল কাদির আবুল সাধারণ সম্পাদক

প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৭
বার্মিংহাম মিডল্যান্ডস জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন  ফয়জুর রহমান চৌধুরী এমবিই সভাপতি ও আব্দুল কাদির আবুল সাধারণ সম্পাদক

রাজু আহমেদ ঃ দলীয় আদর্শে উদ্বুদ্ধ থেকে সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মোহাম্মদ এরশাদের হাতকে দেশে ও প্রবাসে ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করে যুক্তরাজ্যের বার্মিংহামে অনুষ্ঠিত হয়েছে বার্মিংহাম মিডল্যান্ডস জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলন – ২০১৭। দলীয় নেতাকর্মী ও কমিউনিটির বিভিন্ন স্থরের নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৩ ডিসেম্বর বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বার্মিংহাম মিডল্যান্ডস জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিইকে সভাপতি ও যুগ্ম আহবায়ক আলহাজ্ব আব্দুল কাদির আবুলকে সাধারণ সম্পাদক এবং মুফতি মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন যুক্তরাজ্য জাতীয় পার্টির সাবেক সভাপতি ও ইউরোপীয়ান কো-অর্ডিনেটর মুজিবুর রহমান আর বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্য জাতীয় পার্টির আহবায়ক কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম,সদস্য সচিব শাহেদ আহমেদ ও যুগ্ম আহবায়ক নাসির উদ্দিন হেলাল। বক্তব্য রাখেন প্রবীণ জাতীয় পার্টি নেতা আবুল হাসান চৌধুরী সাত্তার মিয়া,কামরুল হাসান চুনু,মোহাম্মাদ মোত্তাকিম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমেদ,সাংবাদিক আমিরুল ইসলাম বেলাল,হাবিবুর রহমান, আলাউর রহমান,আব্দুল হান্নান,আফরোজ মিয়া,আব্দুল মতিন চৌধুরী,ময়নুল ইসলাম,কদই মিয়া প্রমূখ। উল্লেখ্য সকলের মতামতের ভিত্তিতে সম্মেলনে এই কমিটি গঠন করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।