আগামী বছরের পহেলা এপ্রিল ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড – ২০১৮
আগামী বছরের পহেলা এপ্রিল ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড – ২০১৮
প্রকাশিত ডিসেম্বর ১৩, ২০১৭
রাজু আহমেদ ঃ আগামী ১ এপ্রিল ২০১৮ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড – ২০১৮। বৃটেন স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলাভাষী সংবাদপত্র বাংলা কাগজের উদ্যোগে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির মধ্যে নানা ক্ষেত্রে সাফল্য অর্জনকারী সফল কৃর্তিমান ব্যক্তিদের সাফল্যের স্বীকৃতি স্বরুপ বিভিন্ন ক্যাটাগরিতে এই কমিউনিটি এওয়ার্ড প্রদান করা হবে। গত ১২ ডিসেম্বর বার্মিংহামের মিডিয়া পয়েন্টে বাংলা কাগজের সম্পাদনা পরিষদ,উপদেষ্টা পরিষদ,পরিচালনা পরিষদ ও পাঠক ফোরামের যৌথ সভায় এই ঘোষনা দেওয়াা হয়। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সেক্রেটারী খসরু খানের পরিচালনায় অনুষ্ঠিত এই যৌথ সভা অনুষ্ঠিত হয়। ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডের আবেদনপত্র বাংলা কাগজের ওয়েভসাইট থেকে সংগ্রহ করে যে কেউ আবদেন করতে পারলেও বাংলা কাগজের ফ্রান্স ব্যুরো প্রধান,প্যারিস বাংলা প্রেসক্লাবের সভাপতি ও চ্যানেল আইয়ের ফ্রান্স প্রতিনিধি এনায়েত হোসেন সুহেল এবং বাংলা কাগজের ফ্রান্স প্রতিনিধি,প্যারিস বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক,সময় টিভির ফ্রান্স প্রতিনিধি লুৎফুর রহমান বাবুর তত্বাবধানে ফ্রান্সের বাঙালী কমিউনিটির শীর্ষস্থানীয় পাঁচ জনের একটি জুরী বোর্ড এওয়ার্ড প্রাপ্তিদের মনোনয়ন করবে বলেও সভা থেকে বলা হয়। এছাড়া সভা থেকে জানানো হয়,ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড অনুষ্ঠানে বৃটেনের বিভিন্ন শহর থেকে সাংবাদিক,কলামিষ্ট,সাহিত্যিক,ব্যবসায়ী,রাজনীতিবিদসহ নানা শ্রেণী পেশার প্রায় দুই শতাধিক অতিথিসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ যোগদান করবেন ; যোগ দেবেন বৃটেনের বাংলাভাষী বেশ কটি টেলিভিশনের কর্ণধাররাও। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত হওয়া স্পেন বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডের চাইতেও ফ্রান্সের এওয়ার্ড অনুষ্ঠান আরো আকর্ষণীয় করা হবে, থাকবে নানা ঝাকঝমকপূর্ণ ব্যতিক্রধর্মী নানা আয়োজনও। সাংস্কৃতিক অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশের শিল্পিরা ছাড়াও বৃটেন থেকে স্বনামধ্যন্য শিল্পিরা যোগদান করবেন। সভার শুরুতে ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ডের কো-অর্ডিনেটর বাংলা কাগজের অন্যতম পরিচালক আব্দুল মাঈন চৌধুরী সুমন ও বাংলা কাগজের নির্বাহী সম্পাদক চ্যানেল এস ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ পুরো আয়োজন সম্পর্কে সকলকে একটি সাম্যক ধারনা প্রদান করেন। যৌথ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলা কাগজের ফাইনেন্স ডাইরেক্টর আব্দুল কাদির আবুল,উপদেষ্টামন্ডলীর সভাপতি আলহাজ্ব মাফিজ খান,উপদেষ্টা আনহার আলী,ফিরোজ রাব্বানী,জাহেদ উদ্দিন,হাফিজ ক্বাবির আহমেদ,বাণিজ্যিক উপদেষ্টা আবু এইচ চৌধুরী সুইট,সাব এডিটর কলামিষ্ট শেবুল চৌধুরী,বাংলাদেশ কাউন্সিলের সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুছ রাজু,শাপলা সংঘের চেয়ারম্যান আব্দুল মুহিত,কমিউনিটি নেতা জুম্মাহ আহমেদ লিটু,এরশাদ আলী,এমদাদুল হক লাভলু,মুহিবুল হাসান শরীফ,তাজ উদ্দিন,নজরুল ইসলাম,সাইদ আহমেদ,বাংলা কাগজের মার্কেটিং ম্যানাজার ও চ্যানেল এসের বার্মিংহাম প্রতিনিধি আলহাজ্ব এ এইচ এম আশরাফ আহমেদ,বাংলা কাগজের ব্ল্যাক কাউন্ট্রি ও চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন, বাংলা কাগজের বার্মিংহাম ব্যুরো প্রধান ও এটিএন বাংলা ইউকের প্রতিনিধি জয়নাল ইসলাম,বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ও চ্যানেল আইয়ের বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ও এলবি টুয়েন্টি ফোর ডট টিভির মিডল্যান্ডস প্রতিনিধি জিয়াউর রহমান জিয়া,বাংলা কাগজের বিশেষ প্রতিনিধি ও টিভি ওয়ানের মিডল্যান্ডস প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,বাংলা কাগজের ষ্টাফ রিপোর্টার ও একাত্তর টিভির বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী ও জুনেদ আহমেদ,রিয়েল সিলেট পেইজের হেলাল আহমেদ প্রমূখ। উল্লেখ্য বাংলা কাগজ ইতিমধ্যে স্পেনের বার্সেলোনায় বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড আয়োজন করেছিলো যাতে ইউরোপের বিভিন্ন দেশের কমিউনিটি নেতৃবৃন্দ ছাড়াও শুধু ব্রিটেন থেকেই দেড় শতাধিক বৃটিশ বাঙালী যোগ দিয়েছিলেন। আর এবার ফ্রান্সের প্যারিসে আয়োজন করা হচ্ছে ফ্রান্স বাংলা কাগজ কমিউনিটি এওয়ার্ড – ২০১৮।