কুয়েতে সাংবাদিক আ,হ, জুবেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাইডে প্রতিবাদ সভা - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, রাত ৯:০২, ১লা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

কুয়েতে সাংবাদিক আ,হ, জুবেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাইডে প্রতিবাদ সভা

প্রকাশিত ফেব্রুয়ারি ৭, ২০১৮
কুয়েতে সাংবাদিক আ,হ, জুবেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে হাইডে প্রতিবাদ সভা

বাংলাদেশ টিভি জার্নালিস্টস এসোসিয়েশন কুয়েতের সাধারন সম্পাদক ও বাংলা টিভির কুয়েত প্রতিনিধি আ,হ, জুবেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিস্টস এসোসিয়েশনের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কমিউনিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও বাংলা গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে গত ৬ ফেব্রুয়ারী হাইডের একটি রেস্টুরেন্টে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। নর্থ-ইংল্যান্ড বাংলাদেশী টিভি জার্নালিষ্টস এসোসিয়েশনের সভাপতি সৈয়দ ছাদেক আহমদের সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক কলনদর তালুকদারের পরিচালনায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ফারুক আহমদ এমবিই,নাসের খান সোয়েব,কাউন্সিলার হাসান খান,মিজানুর রহমান মিজান ও গাউসুল ইমাম চৌধুরী সুজন,মহিউদ্দিন সেলিম,ইকবাল সমুজ,আহমদ আলী,ফোরকানোর রহমান চৌধুরী সাগর,জাফর নিয়াজ,আব্দুল হালিম,আব্দুল বশর,গিয়াস উদ্দিন,সিবগাত আলী খান প্রমুখসহ নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত সামাজিক,রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভার শুরুতে সদ্যপ্রয়াত সাংবাদিক সাহাবুদ্দিন বেলালএর আত্মার মাগফেরাত কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বক্তারা গণমাধ্যমকর্মীরা জাতির বিবেক এবং জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে সবসময় তারা সাহসী ভুমিকা পালন করেছেন উল্লেখ করে বলেন,কুয়েতে গণমাধ্যমকর্মী আ,হ, জুবেদের উপর সন্ত্রাসী হামলা কোনোভাবে সমর্থন যোগ্য নয় এটা চরম অন্যায় এবং পুরো গনমাধ্যমের জন্য আশনী সংকেত। তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলায় জড়িতদের অবিলম্বে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী করেন। প্রেস বিজ্ঞপ্তি

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।