বার্মিংহামে আবু হায়দার চৌধুরী সুইট কাউন্সিলর প্রার্থী
বার্মিংহামে আবু হায়দার চৌধুরী সুইট কাউন্সিলর প্রার্থী
প্রকাশিত ফেব্রুয়ারি ১৬, ২০১৮
এম এ ক্বাবির :বার্মিংহাম সিটি কাউন্সিলের আসন্ন কাউন্সিলর নির্বাচনে স্পার্কব্রুক ও বলসলহীথ ইষ্ট ওয়ার্ডে ক্ষমতাসীন কনজারভেটিব পার্টি থেকে কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া সংস্কৃতিকর্মী আবু হায়দার চৌধুরী সুইট সংবাদ সম্মেলন করেছেন। স্থানীয় বাংলা গণমাধ্যমকর্মী,কমিউনিটি নেতৃৃবৃন্দ ছাড়াও বার্মিংহাম থেকে কাউন্সিলর পদে কনজারভেটিব পার্টি থেকে মনোনয়ন পাওয়া পাঁচজন বাঙালী প্রার্থীদের উপস্থিতিতে গত ১৫ ফেব্রুয়ারী বার্মিংহামের স্মলহীথের মিডিয়া পয়েন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনের শুরুতে কনজারভেটিব পার্টি থেকে আবু হায়দার চৌধুরী সুইট কাউন্সিলর প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়া বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলের তোঁড়া প্রদান করা হয়। স্পার্কব্রুক ও বলসলহীথ ইষ্ট ওয়ার্ডের কনজারভেটিব পার্টির চেয়ারম্যান আব্দুল কাদির আবুলের সভাপতিত্বে ও সেক্রেটারী আলহাজ্ব আনা মিয়ার সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবু হায়দার চৌধুরী সুইট। এসময় তিনি যুক্তরাজ্য আসার পর থেকে কমিউনিটির উন্নয়নে স্বক্রিয়ভাবে নানা কাজ করার কথা উল্লেখ করে বলেন,মুলধারার প্রধান রাজনৈতিক দলের সংস্পর্শ না থাকলে কমিউনিটির স্বার্থ রক্ষা করা কঠিন; সেকারণে তিনি ক্ষমতাসীন কনজারভেটিব পার্টিতে যোগ দিয়েছেন এবং কাউন্সিলর প্রার্থী হয়েছেন।
আবু হায়দার চৌধুরী সুইট দলীয় বিচার থেকে নয় একজন বাঙালী হিসেবে দল-মত নির্বিশেষে তাঁকে সমর্থন ও সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। সংবাদ সম্মেলনে বার্মিংহাম সিটি কাউন্সিলের আসন্ন নির্বাচনে কাউন্সিলর পদে কনজারভেটিব পার্টি থেকে মনোনয়ন পাওয়া পাঁচ প্রার্থী কবীর উদ্দিন,আব্দুল খালিক,আবু নওশাদ,শাফায়েত আলী খান ও সুহেল আলী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দেও মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,মৌলভীবাজার জেলা জনকল্যাণ পরিষদেও সাধারণ সম্পাদক মোস্তাকিম চৌধুরী,কমিউনিটি নেতা কবীর উদ্দিন,হুমায়ুন চৌধুরী,এমদাদুল হক লাভলু,মুফতি আহমেদ,নারী নেত্রী সুমিতা খান,ফাতেমা শামিম চৌধুরী,শেফালী বেগম,মুক্তা বেগম,সংবাদকর্মী আব্দুল লতীফ,বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ,এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম,এলবি টুয়েন্ট্রি ফোর ডট টিভির জিয়াউর রহমান জিয়া,রিয়েল সিলেট পেবিজের পরিচালক হেলাল আহমেদ,একাত্তুর টিভির বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ, বাংলা কাগজের এম এ কাবির,চ্যানেল এস প্রতিনিধি রিয়াদ আহাদ প্রমূখ। উল্লেখ্য আবু হায়দার চৌধুরী সুইট আব্দুর রহমান চৌধুরী মেমোরিয়াল ট্রাষ্টের চেয়ারম্যান,বার্মিংহাম ভাষা শহীদ মিনার কমিটির চেয়ারম্যান,বাংলা কাগজের ফাইনেন্স উপদেষ্টা ছাড়াও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তাঁর নিবাচর্নী ওয়ার্ড স্পার্কব্রুক ও বলসলহীথ ইষ্ট ওয়ার্ডে এখন পর্যন্ত অন্যান্য প্রাথীরা হচ্ছেন বর্তমান কাউন্সলির মোহাম্মদ আজিম ও টনি কেনেডি।