বেসিস নির্বাচনে ‘টিম বিজয়’ - BANGLANEWSUS.COM
  • নিউইয়র্ক, বিকাল ৪:১৫, ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ


 

বেসিস নির্বাচনে ‘টিম বিজয়’

প্রকাশিত মার্চ ১৩, ২০১৮
বেসিস নির্বাচনে ‘টিম বিজয়’

দেশের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নির্বাহী কমিটির ২০১৮-২০ নির্বাচন হবে ৩১ মার্চ। এ উপলক্ষে শুরু হয়েছে আলোচনা। এবার নির্বাচন ঘিরে ১১ মার্চ ‘টিম বিজয়’ নামের নতুন প্যানেল ঘোষণা করেছেন ফ্লোরা টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম।

প্যানেলে রয়েছেন এটম এপি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আহমেদুল ইসলাম, এলিয়ন টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিন উল্লাহ, সলিউশন নাইন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সহিবুর রহমান খান, স্টার হোস্টের চেয়ারম্যান কাজী জাহিদুল আলম, স্পিন্ট অব স্টুডির প্রধান নির্বাহী কর্মকর্তা এ এস এম আসাদুজ্জামান, চালডালের প্রধান পরিচালনা কর্মকর্তা জিয়া আশরাফ, রেইজ আইটি সলিউশনের ব্যবস্থাপনা পরিচালক এ কে এ এম রাশেদুল মজিদ এবং জামান আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা জামান খান।

এবার নয় সদস্যের নির্বাহী কমিটির জন্য ৪০টি মনোনয়নপত্র জমা পড়েছে। নির্বাচনে অংশ নিতে জেনারেল সদস্য ক্যাটাগরিতে ৩৪ এবং অ্যাসোসিয়েটে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। নির্বাচন বোর্ড চূড়ান্ত প্রার্থী তালিকা ১৭ মার্চ প্রকাশ করবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৫ মার্চ পর্যন্ত। বিজ্ঞপ্তি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।