ডিজিটাল ওপিয়াম” সোস্যাল মিডিয়ায় প্রতিবন্ধকতার চিন্তা করছে বাংলাদেশ – BANGLANEWSUS.COM
  • ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ

 

ডিজিটাল ওপিয়াম” সোস্যাল মিডিয়ায় প্রতিবন্ধকতার চিন্তা করছে বাংলাদেশ

প্রকাশিত মার্চ ৩০, ২০১৮
ডিজিটাল ওপিয়াম” সোস্যাল মিডিয়ায় প্রতিবন্ধকতার চিন্তা করছে বাংলাদেশ

বাংলাদেশের তরুণ সমাজ দৈনন্দিন জীবনে প্রচুর সময় ব্যয় করে থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ব্যাপারটি অনেকটা আসক্তির মতো। আর বর্তমান বিশ্বে এ আসক্তিকে বলা হচ্ছে ‘ডিজিটাল ওপিয়াম’।


বাংলাদেশ সরকার তরুণ সমাজকে এ ‘ডিজিটাল ওপিয়াম’ তথা সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে মুক্ত রাখার জন্য কিছু প্রতিবন্ধকতা তৈরি করতে যাচ্ছে। বৃহস্পতিবার বিটিআরসির (বাংলাদেশ টেলিকমিউনিকেশনস অ্যান্ড রেগুলেটরি কমিশন) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপিকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমান সময়ে তরুণেরা অনেক সময় স্মার্টফোনে ডুবে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা অতিরিক্ত সময় দেওয়ায় তাদের সামাজিক ও একাডেমিক জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।